[ অনলাইন ] 16/05/2024 |
|
|
|
একক গ্রাহক ঋণসীমা অতিক্রম না করতে ব্যাংকগুলোকে ফের নির্দেশ |
|
|
একক গ্রাহক ঋণসীমা কোনওক্রমেই অতিক্রম না করতে ব্যাংকগুলোকে ফের নির্দেশনা দিলো বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ মে) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের ৩১ ডিসেম্বর ও বিদ্যুৎ খাতের ক্ষেত্রে ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে একক গ্রাহক ঋণ নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার নির্দেশনা দেয়।
বুধবার জারি করা নতুন সার্কুলারে বিষয়টি উল্লেখ করে বলা হয়, সম্প্রতি কিছু ব্যাংক একক গ্রাহক/গ্রুপের ঋণের ঊর্ধ্বসীমা শিথিল করার জন্য আবেদন দাখিল করা হচ্ছে যা আগের সার্কুলারের মাধ্যমে প্রদত্ত নির্দেশনার পরিপন্থি।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমান প্রেক্ষাপটে বৃহৎ ঋণ ঝুঁকি হ্রাস, করপোরেট সুশাসন সমুন্নত রাখা এবং ঋণ বিতরণে উত্তম চর্চা নিশ্চিতকরণের মাধ্যমে ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে একক গ্রাহক ঋণসীমা কোনওক্রমেই অতিক্রম না করার বিষয়ে নির্দেশনা প্রদান করা যাচ্ছে।
এছাড়াও বড় অঙ্কের ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রুপের আওতা নির্ধারণে আগের সার্কুলারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য সেখানে বলা হয়েছে। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
|
|