Hawkerbd.com     SINCE
 
 
 
 
ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ভুয়া সিআইডি কর্মকর্তা [ অনলাইন ] 20/04/2024
ঘুষ নিতে গিয়ে ধরা খেলেন ভুয়া সিআইডি কর্মকর্তা
নওগাঁর ধামইরহাটে রেজওয়ানুল আহমেদ পিয়াল (২৫) নামে এক ভুয়া সিআইডি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে তাকে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে প্রতারণার অভিযোগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রুপনারায়নপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

গ্রেপ্তারকৃত রেজওয়ানুল আহমেদ পিয়াল বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রিয়াজ আহমেদের ছেলে।

ভুক্তভোগী ওই এলাকার বাসিন্দা আদিবাসী মানুয়েল তপ্ন বলেন, ভয়ভীতি দেখিয়ে বিকাশ এবং নগদের মাধ্যমে  ২৯,৫৩৮ টাকা গ্রহণ করে পিয়াল। পরে আরও টাকা দাবি করলে বিষয়টি আমি স্থানীয় লোকজনদেরকে জানাই। স্থানীয় জনতা চ্যালেঞ্জ করে তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় খবর দেয়।

পরে এসআই (নিঃ) পরিতোষ চন্দ্র সরকার সঙ্গীয় কনস্টেবল নিয়ে প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়ালকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী আরও বলেন, বেশকিছু দিন ধরে এলাকার অন্য নিরীহ লোকজনের কাছেও বিভিন্ন ফন্দি এঁটে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়ে আসছিল ওই প্রতারক।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. বাহাউদ্দিন ফারুকী বলেন, ভুয়া সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক রেজওয়ানুল আহমেদ পিয়ালের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। সে বিভিন্ন এলাকায় নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করতেন। ইতিমধ্যে একজনের কাছে থেকে ২৯ হাজার টাকা প্রতারণা করে নেয় সে। এছাড়াও  ভুয়া পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতেন। এদিনও প্রতারণা করতে লাগলে জনগণ তাকে আটক করে রাখে। এরপর পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মামলা দায়ের হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
News Source
 
 
 
 
Today's Other News
• উপজেলা চেয়ারম্যান হয়ে লাখপতি থেকে কোটিপতি হন মোস্তাকিম
• বিএনপি নেতা মোমিনসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন
• মুজিবুরের সহায়-সম্পদ আবছারের মামলা বেশি
• ট্রাকচালক থেকে কোটিপতি নূর
• উপজেলা চেয়ারম্যান হয়ে লাখপতি থেকে কোটিপতি হন মোস্তাকিম
• আশুলিয়ায় সাড়ে ৭ লাখ টাকার জাল নোটসহ একজন গ্রেপ্তার
• একটি চক্রই ৫ কোটি টাকার বেশি জাল নোট ছড়িয়েছে: ডিবি
• জীর্ণ কুটির থেকে আলিশান বাড়ির মালিক অসীম গাইন
• ওমরা হজে পাঠানোর কথা বলে প্রায় দুই কোটি টাকা আত্মসাৎ
• ১০০ কোটির লোভে প্রতারকের পকেটে পৌনে ৪ কোটি টাকা: পিবিআই
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved