Hawkerbd.com     SINCE
 
 
 
 
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা [ অনলাইন ] 25/04/2024
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকার বিরুলিয়ায় ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালে কোনও মালামাল সরবরাহ না করেই ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে ঠিকাদার দম্পতিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. রাশেদুল ইসলাম বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এ মঙ্গলবার (২৩ এপ্রিল) মামলাটি দায়ের করেন।

মামলায় যাদের আসামি করা হয় তারা হলেন– রাকাব ট্রেড করপোরেশনের প্রোপাইটর মো. হাবিবুর রহমান, তার স্ত্রী ও একই প্রতিষ্ঠানের ঠিকাদার নাসিমা আক্তার, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ ও ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রকল্প পরিচালক এএনএম রোকনুদ্দিন, একই প্রতিষ্ঠানের সাবেক প্রকল্প পরিচালক মো. হারুন অর রশীদ, দরপত্র আহ্বান কমিটির সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল হক, দরপত্র উন্মুক্তকরণ কমিটির সদস্য সচিব ও সমাজসেবা অধিদফতরের পরিচালক মো. সাব্বির ইমাম, সারা ট্রেড করপোরেশনের প্রোপাইটর হেলাল উদ্দিন, জীবন আফরোজ এন্টারপ্রাইজের প্রোপাইটর কাজী বোরহান সাদেক মামুন, আইএসিআইবির সাবেক ম্যানেজার খাজা আবদুল্লাহ আল ফুয়াদ ও মেসার্স তহিয়া এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. জহিরুল হায়দার।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া ট্রেড লাইসেন্স, ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, সলভেন্সি সার্টিফিকেট, ভুয়া পে অর্ডার, কাজের ভুয়া অভিজ্ঞতা সনদ দাখিল করে হাসপাতাল ভবন নির্মাণে কার্যাদেশ পান। পরে টেন্ডারের নির্দেশনা অনুযায়ী অসমাপ্ত কাজ শেষ করেননি। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভবনটি হস্তান্তর না করেই সব বিল উত্তোলন করেন। একইসঙ্গে পাঁচটি আইটেমের কোনও মালামালই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সরবরাহ করেননি। অথচ ভুয়া কাগজপত্র তৈরি ও ব্যবহার করে ৪ কোটি ৬ লাখ ৮৩ হাজার ৩৩০ টাকা উত্তোলন করে আত্মসাত করেন।

News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved