Hawkerbd.com     SINCE
 
 
 
 
ঋণ আদায়ের নামে কৃষক হয়রানি নহে [ অনলাইন ] 28/04/2024
ঋণ আদায়ের নামে কৃষক হয়রানি নহে
দেশব্যাপী বিভিন্ন ব্যাংক কৃষকের বিরুদ্ধে সোয়া লক্ষাধিক সার্টিফিকেট মামলা দায়ের করিয়াছে মর্মে শনিবার সমকালে যে প্রতিবেদন প্রকাশিত হইয়াছে, উহা বেশ উদ্বেগজনক। প্রতিবেদন মতে, প্রায় ১২ সহস্র কৃষকের নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হইয়াছে, যদিও অনেক কৃষক অর্থ পরিশোধ করিবার পরও হয়রানির শিকার হইয়াছেন বলিয়া অভিযোগ উঠিয়াছে। প্রায় ১৭ কোটি মানুষের খাদ্যের জোগানদাতাদিগের একটা অংশের এহেন দুর্ভোগ নিঃসন্দেহে দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
প্রতিবেদন মতে, উক্ত কৃষকদিগের জনপ্রতি ঋণের পরিমাণ প্রায় ৩০ সহস্র টাকা, একই ব্যাংক খাত হইতে গৃহীত বহু বৃহৎ ব্যবসায়ীর খেলাপি ঋণের তুলনায় অঙ্কটা আদৌ উল্লেখযোগ্য নহে। উপরন্তু, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে উক্ত কৃষকেরা ঋণ পরিশোধে ব্যর্থ হন। সম্ভবত এই কারণেই সরকার বিভিন্ন সময় ব্যাংকগুলিকে কৃষকদিগের বিরুদ্ধে মামলা দায়ের করিতে নিষেধ করিয়াছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ ওই আদেশ আমলে নেয় নাই। বরং ব্যাংক কর্তৃপক্ষ এমন পরিস্থিতির জন্ম দিয়াছে, যেন উহারা অতীতের দাদনদারদের ন্যায় ব্যবসা খুলিয়াছে। দেশের প্রভাবশালী যে ব্যবসায়ী ও রাজনীতিবিদগণ এই সকল ব্যাংক হইতে সহস্র কোটি টাকা আত্মসাৎ করিয়াছেন, তাহাদের বিরুদ্ধে কোনো বিশেষ তৎপরতা নাই। কিন্তু দেশের প্রান্তিক শ্রেণির কৃষকদিগকে হয়রানি করিতে উহাদের মনে দ্বিধা জাগে না!

অন্যায় হইলেও আজ অবধি বৃহৎ ঋণখেলাপিদিগের আবেদনে সাড়া দিয়া ব্যাংকগুলি শত-সহস্র কোটি টাকার সুদ–এমনকি ক্ষেত্রবিশেষে আসলও মাফ করিতে কসুর করে নাই। একই ধারায় সরকার ব্যাংক কর্তৃপক্ষের সহিত কথা বলিয়া আলোচ্য কৃষিঋণও যথাসম্ভব মওকুফ করিতে পারে। যদি একান্তই উহা সম্ভবপর না হয়, তাহা হইলে এই সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ প্রদত্ত নির্দেশনা বাস্তবায়নও করা যাইতে পারে বলিয়া আমরা মনে করি। মোদ্দা কথা, কর্তৃপক্ষ আলোচ্য কৃষি ঋণ আদায়ে যে ব্যবস্থাই গ্রহণ করুক, তাহাতে মানবিক দৃষ্টি ও বোধ থাকা আবশ্যক।
News Source
 
 
 
 
Today's Other News
• মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত সম্পাদক তাপস
• ন্যাশনাল ব্যাংক ১৮ কোটি জনগণের ব্যাংক
• এক দেশে রিজার্ভের তিন হিসাব নিয়ে ধোঁয়াশা!
• আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন
• সোনালীর সঙ্গে একীভূত হচ্ছে বিডিবিএল, রোববার চুক্তি
• সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি স্বাক্ষর
• ন্যাশনাল ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের শাখা প্রধানদের নিয়ে মতবিনিময় সভা
• ন্যাশনাল ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
• এবার অ্যামেক্স-সিটিম্যাক্স কার্ড থেকেও ‘অ্যাড মানি’ করা যাচ্ছে বিকাশে
• সিটি ব্যাংক ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি সই
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved