Hawkerbd.com     SINCE
 
 
 
 
রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচারে বাপ-বেটা সিন্ডিকেট! [ অনলাইন ] 28/04/2024
রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচারে বাপ-বেটা সিন্ডিকেট!
উখিয়ার কুতুপালং ক্যাম্প-৭’র অভ্যন্তরে পিতা-পুত্রের মানব পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে।বিদেশে ভালো আরামদায়ক কাজের ভিসায় মোটা টাকার বেতনের প্রলোভনে ফেলে নিরীহ সহজ-সরল রোহিঙ্গাদের বিদেশে পাঠানোর কথা বলে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছে রোহিঙ্গা পিতা-পুত্র। এতে বহু নিরীহ সাধারণ রোহিঙ্গা পিতা-পুত্রের সিন্ডিকেটের হাতে সর্বশান্ত হওয়ার বিস্তর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও প্রতারণার শিকার অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গারা জানান,কুতুপালং ক্যাম্প-৭’র এফ ব্লকের সাব মাঝি শামসুল আলম একজন প্রভাবশালী রোহিঙ্গা। তার ফায়সাল নামের এক ছেলে সৌদি আরব প্রবাসী।ছেলের পাঠানো ভিসায় সৌদি আরব পাঠানোর নামে,পাসপোর্ট, ভিসা সহ সব কিছু ঠিকঠাক করেই সৌদি আরব লোকবল পাঠাতে সক্রিয় রয়েছেন।ক্যাম্প-৭ ছাড়াও অন্যান্য ক্যাম্প থেকে লোকজন যোগাড় করে বিদেশে পাচারের নামে অনেকের নিকট থেকে লাখ-লাখ আত্নসাত করার বিস্তর অভিযোগ রয়েছে ওই পিতা-পুত্রের বিরুদ্ধে।

সৌদি আরব থাকেন ছেলে ফায়সাল,ক্যাম্পে থেকেই পিতা শামসুল আলম ও তার আরেক ছেলে রফিক মিলে রয়েছে তিনজনের মানব পাচার সিন্ডিকেট। তাদের চক্রের সদস্য ঢাকা-চট্রগামেও রয়েছে।যাদের মাধ্যমে নাম-ঠিকানা ভিন্ন দিয়ে পাসপোর্ট তৈরি করে দেন।অনেকের সাথে পাসপোর্ট, ভিসা সহ সৌদি আরবে পাঠানোর কথা বলে ৭/৮ লাখ টাকা দরদাম সাব্যস্ত করে প্রথমে পাসপোর্ট তৈরি করে দিয়ে ২/৩ লাখ টাকা অগ্রিম গ্রহণ করেন পিতা-পুত্র।প্রথম কিস্তিতে নেওয়া লাখ-লাখ টাকা গ্রহণ করে আর সৌদি আরব না পাঠিয়ে প্রতারণার মাধ্যমে লাখ-লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

পিতা শামসুল আলম মাঝি, পুত্র রফিক ও ফায়সালের প্রতারণার শিকার অনেকেই মুখ খুলে প্রতারিত হওয়া এবং প্রদেয় টাকা ফেরত চাইতে পারেন না,কারণ শামসুল আলম ব্লক মাঝি এবং প্রভাবশালী রোহিঙ্গা কমিউনিটির নেতা। তাদের সিন্ডিকেটের সদস্য হিসেবে আল ইয়াকিন, আরসা সহ রোহিঙ্গা সন্ত্রাসীদের নাম ভাঙ্গিয়ে হুমকি-ধমকি দিয়ে থাকেন ভুক্তভোগীদের।এমন একজন ভুক্তভোগী ছন্দনাম আয়াত উল্লাহ।তাকে সৌদি আরব পাঠানোর জন্য ভিসার দাম চুড়ান্ত করেন ৭ লাখ টাকা।

পাসপোর্ট তৈরি করে দিয়ে অগ্রিম নেন ২ লাখ ৫০ হাজার টাকা।নিদিষ্ট সময়ের ভিতর
সৌদি আরব পাঠাতে না পারায় শুরু হয়েছে ধূম্রজাল।কবে নাগাদ সৌদি আরব পাঠাতে পারবে তা অনিশ্চিত হয়ে দাড়িয়েছে।ভুক্তভোগী অগ্রীম নেওয়া আড়াই লাখ ফেরত চাইলেও দিচ্ছেন না পিতা শামসুল আলম ও তার ছেলে রফিক এবং ফায়সাল।টাকা চাইলেই উল্টো জানে মেরে লাশ গুম করার হুমকি দেন। অনেকেই মৃত্যুর ভয়ে টাকা চাইতে পারছেন না।

এ ব্যাপারে ভুক্তভোগীদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে ১৪ এপিবিএন’র ক্যাম্প-৭’র দায়িত্বরত ওসি কবির আখন্দ বলেন,এ সংক্রান্তে কোন প্রকার অভিযোগ পায়নি। তারপর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
News Source
 
 
 
 
Today's Other News
• অনলাইন জুয়ায় জড়িত সন্দেহে ৪৮৫৮৬ হিসাব স্থগিত
• দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা
• নারী উদ্যোক্তাকে বিয়ে করে প্রতারণা-নির্যাতন
• বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
• অনলাইনে চলছে জুয়া ও অর্থপাচারের মহোৎসব
• ব্রয়লার মুরগির দাম বাড়িয়ে ৭০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্র
• টেকনাফে লক্ষাধিক ইয়াবাসহ আটক ১
• অভিযোগ দিলেও ক্ষতিপূরণ অল্প
• নকল এনআইডি প্রতারণা
• পাচারকালে ৫০টি স্বর্ণবারসহ গ্রেপ্তার ৪
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved