Hawkerbd.com     SINCE
 
 
 
 
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা [ অনলাইন ] 28/04/2024
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাত কিংবা দান-খয়রাতের টাকা নিয়েও চলছে প্রতারণা। মোবাইল ব্যাংকিংয়ের সুযোগ নিয়ে কাছের মানুষ সেজে এসব প্রতারণা করা হচ্ছে বলে ‘রিউমর স্ক্যানার’ নামে একটি ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠানের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অর্থের পরিমাণ সামান্য হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও সাধারণত কেউ এ নিয়ে অভিযোগ করেন না বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে আপনার দানের টাকা কোনও প্রতারকের হাতে না যায়।

গত ৯ এপ্রিল জান্নাত বাণী নামে এক নারীর মোবাইল ফোনে একটি এসএমএস যায়। বার্তাটি ছিল এ রকম— ‘জান্নাত আপু, আমি তোমার খুব কাছের কেউ। লজ্জায় পরিচয় দিতে পারছি না। আমাদের বাড়িতে অনেক অভাব যাচ্ছে। খুব বাজে অবস্থা। ঈদ সামনে। কী হবে জানি না। আব্বুর হাতেও টাকা নেই। তোমাদের ফিতরা বা জাকাতের কিছু টাকা পাঠালে খুব উপকার হবে। প্লিজ প্লিজ।’

এই মেসেজ পেয়ে জান্নাত বাণী ভেবে নিয়েছেন— তার আত্মীয় কেউই হয়তো মেসেজটি পাঠিয়েছেন। এর প্রেক্ষিতে তিনি মেসেজে দেওয়া নম্বরে কিছু টাকা পাঠিয়েও দেন। নম্বরটির বিষয়ে ফেসবুকে বিভিন্ন কিওয়ার্ড সার্চ করে গত ১২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার অন্তত ২৩ ব্যক্তির অভিযোগ দেখতে পায় রিউমর স্ক্যানার। এসব ব্যক্তিও একই ধরনের মেসেজ পেয়েছেন। এদের মধ্যে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন— মেসেজের শুরুতে তাদের নাম দেখে। তবে এদের অনেকে নিজেরাই প্রাথমিক কিছু অনুসন্ধানের পর বুঝতে পেরেছেন যে, মেসেজদাতারা হয়তো প্রতারণা করছেন। তাই টাকা পাঠাননি।

তবে সবার ক্ষেত্রেই যে প্রাথমিক সতর্কতা অবলম্বন করা হয়, বিষয়টি মোটেও তেমন নয়। রিউমর স্ক্যানার বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে, ২০২১ সাল থেকে একই মেসেজ ভিন্ন ভিন্ন নম্বর থেকে অসংখ্য ব্যক্তিকে পাঠানো হয়েছে। মেসেজের ভাষা এবং অসহায়ত্বের আকুতিতে বিশ্বাস করে একাধিক ব্যক্তি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সহায়তার হাতও বাড়িয়ে দিয়েছেন।

চলতি বছর বাংলাদেশে ঈদুল ফিতর পালিত হয় গত ১১ এপ্রিল। ফিতরা এবং জাকাতের অর্থ সহায়তা হিসেবে চেয়ে পাঠানো মেসেজগুলো পেয়ে কেউ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে কিনা— তা দেখতে ঈদের আগে অন্তত এক সপ্তাহ রিউমর স্ক্যানার নজর রেখেছিল ফেসবুকে। তাদের পর্যবেক্ষণে দেখা যায়, ওই সময়ে অন্তত ১১টি ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর থেকে একই মেসেজ পাঠানো হয়েছে বিভিন্ন ব্যক্তিকে। এরমধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি অভিযোগ পাওয়া গেছে, +৮৮০১৮৭২৭০৩৫০২ এই নম্বরটির বিষয়ে। কমপক্ষে ৪০ ব্যক্তি অন্তত গত ৯ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এই নম্বর থেকে একই মেসেজ পেয়েছেন বলে অভিযোগ করেছেন ফেসবুকের বিভিন্ন পোস্ট এবং কমেন্টে।

এ ধরনের প্রতারণার বিষয়ে ‘রিউমর স্ক্যানার’ কথা বলেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. রেজাউল মাসুদের সঙ্গে। রেজাউল মাসুদ রিউমর স্ক্যানারকে বলেন, ‘অনলাইনের ট্রানজেকশন বিশেষ করে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে লেনদেন বেড়ে যাওয়ায় এই ধরনের প্রতারণা অনেক বেড়েছে। প্রতারক চক্র ঈদ মৌসুম অথবা কোনও ধরনের বিশেষ উৎসবকে টার্গেট করে। কেউ বলে, আমাদের এলাকায় এক বিধবা মা তার তিনটা সন্তান বিয়ে দিতে পারছেন না। আপনার ঈদের জাকাত দিতে পারেন ওনাকে। আবার কেউ বলে, আমাদের এলাকায় এক দরিদ্র পরিবার আছে, সেই পরিবারের বড় ছেলের জন্য একটা রিকশা কিনে দিতে হবে। জাকাত দিতে পারেন। মোট কথা হলো, একটা বিশ্বাস একটা আস্থা একটা ধর্মীয় বিষয়কে পুঁজি করে এসব লোক জাকাতের নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।’

তিনি বলেন, ‘টাকার পরিমাণ খুব বেশি থাকে না এসব ক্ষেত্রে। ৫০০ থেকে এক হাজার কিংবা দুই হাজার। ভুক্তভোগীরা এই অল্প পরিমাণ টাকা দিয়ে খুব যে বেশি প্রতারিত হয়েছেন, সেটা তারা মনে করেন না। আবার প্রতারিত হওয়ার কথা ভাবলেও কম টাকার কারণে পুলিশের কাছে অভিযোগ করেন না। এক্ষেত্রে সচেতনতাই বড় বিষয়। আপনি যাকে টাকা দেবেন, তাকে যেন আপনি ব্যক্তিগতভাবে চিনেন, জানেন। টাকাটা কোন খাতে যাচ্ছে, এটা বিস্তারিত জেনেই দেওয়া উচিত।’
News Source
 
 
 
 
Today's Other News
• তিতাসে ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স
• এনআইডি জালিয়াতি : নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে
• চাকরির কথা বলে প্রতারণা, বরখাস্ত দুই কনস্টেবল
• আমতলীতে প্রতারণা চক্রের মূলহোতা ইউপি সদস্য গ্রেপ্তার
• হজ নিয়ে প্রতারণা, সৌদিতে দুই প্রবাসী গ্রেপ্তার
• ২০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক
• অর্থপাচার রোধে তৎপর সরকার
• জাল নথি ও কাগজ তৈরি করে ২৭ মাসেই ২০ কোটি টাকা আত্মসাৎ দুই কর্মকর্তার
• ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা
• প্রতিবন্ধী পরিবারের কোটি কোটি টাকা আত্মসাৎ করলেন আ.লীগ নেতা
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved