Hawkerbd.com     SINCE
 
 
 
 
বন্ধুত্বের পর বাসায় ডেকে বিবস্ত্র করে ব্ল্যাকমেল, গ্রেপ্তার ৭ [ অনলাইন ] 28/04/2024
বন্ধুত্বের পর বাসায় ডেকে বিবস্ত্র করে ব্ল্যাকমেল, গ্রেপ্তার ৭
চট্টগ্রাম নগরে বন্ধুত্ব তৈরির পর বাসায় ডেকে বিবস্ত্র ছবি তুলে প্রতারণার অভিযোগে একটি চক্রের নারী সদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে নগরের বায়েজিদ রূপনগর আবাসিক এলাকার একটি ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় বাসাটি থেকে এক ভুক্তভোগীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের চান্দগাঁও থানা এলাকার মো. আসিফ (২৩), পুরাতন চান্দগাঁওয়ের মো. মোরশেদ (২৯), রাউজান উপজেলার সাজে শরীফ (৪০), চন্দনাইশের আবুল হাসেম (৩৫), ভুজপুর উপজেলার নাসির উদ্দিন (৩৯), রাউজান উপজেলার জেসমিন আক্তার (৪০) এবং বাঁশখালী উপজেলার ফাতেমা খাতুন (২৬)।

আজ শনিবার বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা বলেন, শ্রীকান্ত নামের একটি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমো অ্যাপের মাধ্যমে আসামি আসিফের সঙ্গে পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। একদিন আসিফ ওই শিক্ষার্থীকে তাঁর বাসায় আসতে বলেন।

ওই শিক্ষার্থী আসিফের কথায় সাড়া দিয়ে ২৫ এপ্রিল রাতে রূপনগর আবাসিক এলাকার ওই ফ্ল্যাটে যান। এ সময় আগে থেকে বাসায় আরও কয়েকজন অবস্থান নেন। পরে বাসায় ঢুকলে ওই শিক্ষার্থীকে মারধর করে তাঁকে আটকে রেখে মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত দুই নারীসহ ছয়জন মিলে তাঁকে বিবস্ত্র করে আপত্তিকর ছবি তোলেন।

সনজয় কুমার সিনহা আরও বলেন, ওই শিক্ষার্থীর বিবস্ত্র ছবি তোলার পর তাঁর কাছে এক লাখ টাকা দাবি করেন আসামিরা। অন্যথায় তাঁর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আসামিরা।

এ সময় ভুক্তভোগী তাঁর আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা চেয়েও পাননি। টাকা না পেয়ে একপর্যায়ে আসামিরা তাঁকে ছেড়ে দেন। তিনি বিষয়টি পুলিশকে জানালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মো. আরমান নামের এক যুবককে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। তিনি চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার বাসিন্দা। এ ঘটনায় শিক্ষার্থী শ্রীকান্ত বায়েজিদ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণে মামলা করেছেন।
News Source
 
 
 
 
Today's Other News
• ২০ কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে দুদক
• অর্থপাচার রোধে তৎপর সরকার
• জাল নথি ও কাগজ তৈরি করে ২৭ মাসেই ২০ কোটি টাকা আত্মসাৎ দুই কর্মকর্তার
• ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ২ কোটি ৫০ লাখ টাকা জরিমানা
• প্রতিবন্ধী পরিবারের কোটি কোটি টাকা আত্মসাৎ করলেন আ.লীগ নেতা
• কোটিপতি তিন প্রার্থীর ‘বেকার’ স্ত্রীও ধনকুবের
• এমপি পুত্রের চেয়ে ভাইয়ের সম্পদ ৭ গুণ বেশি
• কুষ্টিয়ায় ভুয়া কাবিনে বিয়ে, অর্থ-সম্পদ হাতিয়ে নিয়ে লাপাত্তা লিটন
• ড্রাইভিংয়ের আড়ালে মাদক ব্যবসা
• হুন্ডি ও ঋণখেলাপি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved