Hawkerbd.com     SINCE
 
 
 
 
লোভনীয় সিরামিক্স বিজ্ঞাপনে রমরমা অনলাইন প্রতারণা [ অনলাইন ] 04/05/2024
লোভনীয় সিরামিক্স বিজ্ঞাপনে রমরমা অনলাইন প্রতারণা
ফেসবুকে অনবরত ঘুরছে বিভিন্ন বাহারি রঙের সিরামিক্স সেটের বিজ্ঞাপন। দারুণ দারুণ ডিজাইন আর মনোমুগ্ধকর সিরামিক্সের সেটগুলো দেখলেই কিনতে মন চায় যে কারও। আবার দামেও রয়েছে বিশাল ছাড়। দেওয়া হচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। সিরামিক্সের সে সেটগুলো কিনতে হলে অনলাইনে অর্ডার করতে হবে। এ ক্ষেত্রে কোনো পণ্যের দাম দিতে হবে না, শুধু ডেলিভারি চার্জ দিলেই হবে। অনেক ক্ষেত্রে পণ্যের অর্ধেক দামও দিতে হয়। এই লোভনীয় অফার দেখে অনেকেই অনলাইনে অর্ডার দেন। এ পর্যন্ত সবকিছু ঠিকই থাকে। এরপরই শুরু হয় প্রতারণা। অর্ডার করতে ডেলিভারি চার্জ দিতে হবে, পণ্যের অর্ধেক টাকা দিতে হবে, বিকাশে আগে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর পরই নম্বর বন্ধ হয়ে যায়। এভাবেই অনলাইনে বিজ্ঞাপন দিয়ে রমরমা ব্যবসা করছে সিরামিক্স পণ্যের প্রতিষ্ঠানগুলো।

‘শাহিন পুকুর সিরামিক্স’ নামে একটি ফেসবুক পেজে দেখা যায় নানা রঙের সিরামিক্সের পণ্যের বিজ্ঞাপন। ৬৫ শতাংশ অফারে দেওয়া হচ্ছে ৫৮ পিসের ডিনার সেট। এই ৫৮ সেটের ডিনার সেটের দাম মাত্র ২ হাজার ৫০০ টাকা। আর ৩৬ পিসের ডিনার সেটের দাম ১ হাজার ৮০০ টাকা। সেখানে উল্লেখ করা হয়েছে, ৫৮ পিস ডিনার সেটের মধ্যে ৬ পিস প্লেট, ৬ পিস হাফ প্লেট, ৬ পিস কাপ, ৬ পিস পিরিচ, ৬ পিস স্যুপ বাটি, ৬ পিস হাফ প্লেট, ৬ পিস চামচ, ৬ পিস পানির গ্লাস, ২ পিস তরকারি বাটি, ২ পিস ভাতের ডিস, ১ পিস চিনি রাখার পট, ২ পিস লবণের বাটি, ১ পিস চা রাখার কেতলি, ১ পিস পানি রাখার জগ, ১ পিস বড় কারি চামচ। এই পণ্যগুলো অর্ডার করতে মোবাইল নম্বর ‘০১৯০৭৩৬১৬৫১’-এ এসএমএস করতে হবে। অর্ডার করতে ডেলিভারি চার্জ হিসেবে ৩৫০ টাকা দিতে হবে। তবে ডেলিভারি চার্জ পণ্যের দাম থেকে কাটা হবে। পণ্যটি বাসায় পৌঁছে দেওয়া হবে। আবার কোনো সমস্যা থাকলে রিটার্ন দিতে পারবেন।

এমন লোভনীয় অফার দেখে মো. মতিউর রহমান নামে এক ভুক্তভোগী একটি ডিনার সেটের অর্ডার দেন। ডেলিভারি চার্জও দিয়েছেন। কিন্তু বিভিন্ন ধাপে তার কাছ থেকে ১৩ হাজার টাকা নিয়ে মোবাইল বন্ধ করে রেখেছে এই প্রতারক চক্র। ভুক্তভোগী সময়ের আলোকে বলেন, এই চক্র অনলাইনে সিরামিক্স পণ্যের বিজ্ঞাপন দেয়।

ফেসবুকে তাদের একটা পেজ দেখলে একাধিক পেজের লিংক সামনে আসে। ভিডিও দেখলেই মনে হয় পণ্যগুলো কিনি। কিন্তু অর্ডারের পরে প্রতারণার শিকার হয়েছি। বিভিন্ন কারণ দেখিয়ে তারা ১৩ হাজার টাকা নিয়েছে। এখন তাদের নম্বর বন্ধ রয়েছে। এভাবে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হয় এই অনলাইন সিরামিক্স পণ্য কিনতে গিয়ে।

এই প্রতিবেদক গ্রাহক সেজে ফেসবুকের ‘শাহিন পুকুর সিরামিক্স’-এর সঙ্গে যোগাযোগ করেন। প্রতিষ্ঠানের ম্যানেজার নাহিদ বলেন, পণ্য নিতে হলে আগে টাকা বিকাশ করতে হবে। ডেলিভারির মাধ্যমে বাসায় পণ্য চলে যাবে। আর এসএমএসে কথা হবে। সিরামিক্স পণ্য সরাসরি তাদের দোকান থেকে নিতে চাইলে তিনি বলেন, তা হলে ডিসকাউন্ট পাবেন না। অনলাইনে অর্ডার করেন।

পরবর্তী সময়ে একাধিকবার ওই ম্যানেজারের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তিনি আর ফোন রিসিভ করেননি।

অন্যদিকে শাহিন পুকুর সিরামিক্সের বিক্রয়কর্মী দাবি করা মো. সাইফুল ইসলাম সময়ের আলোকে জানান, তিনি কর্মচারী। তাদের মালিক মো. আবদুল হাকিম অরিজিনাল শাহিন পুকুরের ডিলারশিপ নিয়ে সারা দেশে বিক্রি করেন। তারা ফেসবুকে পেজ খুলে ব্যবসা করেন। তাদের দোকান আরমানীটোলার আয়শা কমপ্লেক্সে। দোকান নং ১০২। পণ্য নিতে হলে আগে সাড়ে ৩শ টাকা ০১৯৩৪-৭২২৮৮৭ নম্বরে বিকাশ (পারসোনাল) করতে হবে। তারপর ডেলিভারি ম্যান পণ্য নিয়ে যাবে। পণ্য বুঝে নিয়ে বাকি টাকা তাকে পরিশোধ করতে হবে।

শুধু শাহিন পুকুর সিরামিক্স না, ফেসবুকে এই প্রতারণা চলছে এখন অহরহ। অনলাইনে বাহারি রঙের বিজ্ঞাপন দিয়ে তারা এই প্রতারণা করছে। ‘ইন্ডিয়ান ডিনার সেট বাজার’, ‘ইটালিয়ান সিরামিক্স কর্নার’ ‘শাহিন পুকুর সিরামিক্স হাউস’, ‘শাহিন পুকুর সিরামিক্স ডিনার সেট’, ‘ডিনারসেট বিক্রি করা হয়’ ও ‘কাচের নকশি কাঁথা হাউস’ এমন নানা নামে ফেসবুক পেজ খুলে প্রতারণা করছে এই চক্র।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি সময়ের আলোকে বলেন, ফেসবুকে এখন যে কেউ পেজ খুলে ব্যবসা করছে। অনেকে প্রতারণার জন্য বাহারি রঙের বিজ্ঞাপন দিচ্ছে। এমন বিজ্ঞাপন দেখলেই পণ্য অর্ডার না করে ওই পেজটি সঠিক কি না তা যাচাই-বাছাই করা উচিত। সবার উচিত অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে সচেতন হওয়া।

তিনি আরও বলেন, এ ধরনের প্রতারণা যদি কেউ করে তা হলে দ্রুত লোকাল থানায় যোগাযোগ করতে হবে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সব পণ্যের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• ৫২৩ হজযাত্রীর টাকা নিয়ে উধাও ২ এজেন্সি মালিক
• দুবাইয়ে ৫৩২ বাংলাদেশির সম্পত্তি, কী বলছে দুদক
• মানব পাচার নিয়ন্ত্রণ করে ৭০ সিন্ডিকেট
• উপাচার্যের দুই ছেলে ও ভাগনির চাকরি, ভাড়ায় চলে স্ত্রীর গাড়ি
• শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা
• টেকনাফ ও রামুতে ৪ কেজি আইস উদ্ধার
• সিলেটে টাকা নিয়ে লাপাত্তা বাংলাদেশ ব্যাংকের কর্মচারী
• শারক্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার
• অনলাইনে সক্রিয় কিডনি কেনাবেচার দালালচক্র
• ৫২৩ হজযাত্রীর টাকা নিয়ে উধাও দুই এজেন্সি
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved