Hawkerbd.com     SINCE
 
 
 
 
অনিয়ম-লুটপাটের কারণে ভেঙে দেওয়া হচ্ছে ট্রাস্টি বোর্ড [ অনলাইন ] 07/05/2024
অনিয়ম-লুটপাটের কারণে ভেঙে দেওয়া হচ্ছে ট্রাস্টি বোর্ড
► ট্রাস্টি বোর্ড সদস্যদের ১১ কোটি টাকার অনিয়ম ► তিনজন ট্রাস্টি সম্মানি নিয়েছেন ৬ কোটি টাকা ► এফডিআরের ৫ কোটি টাকার হিসাব নেই ► বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের সুপারিশ
অনিয়ম আর লুটপাটের কারণে ডুবতে বসেছে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়। রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউনে বেসরকারি এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ১১ কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। এর মধ্যে তিনজন ট্রাস্টি সম্মানি বাবদ নিয়েছেন ছয় কোটি ১৩ লাখ টাকা।

আর বিশ্ববিদ্যালয়টির পাঁচ কোটি টাকা এফডিআরের অর্থও তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নামে ১০ কোটি টাকার ঋণ নেওয়া হলেও জমি কেনা হয়েছে মাত্র তিন কোটি টাকার। ভবন নির্মাণেও করা হয়েছে নানা অনিয়ম।
সম্প্রতি বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতি, আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক বিষয় নিয়ে তদন্তে নামে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

ওই কমিটির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়টির এসব অনিয়ম উঠে এসেছে। তদন্ত কমিটির কাছে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় তারা ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার সুপারিশ করেছে। আর কাছাকাছি নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকায় বেসরকারি এই বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনেরও সুপারিশ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির বিষয়ে করণীয় ঠিক করতে গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়।

সেখানে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় ও ইউজিসির প্রতিনিধিরা একমত হন। যেহেতু সব বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি, তাই ট্রাস্টি বোর্ড ভাঙার এখতিয়ারও তাঁরই। ফলে ইউজিসির প্রতিবেদনসহ ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার সুপারিশ ও সভার কার্যপত্র রাষ্ট্রপতির কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর কালের কণ্ঠকে বলেন, ‘যেহেতু বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি, তাই সভার রেজল্যুশন শিগগিরই রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এরপর তাঁর সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

ইউজিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক কামালউদ্দীন আব্দুল্লাহ জাফরী, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান এবং সদস্যসচিব সৈয়দ শহীদুল বারী মিলে মাসিক ভিত্তিতে গত ১১ বছরে ছয় কোটি ১৩ লাখ ৩২ হাজার টাকা সম্মানি নিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান মাসিক সম্মানি ও গাড়ি সুবিধা বাবদ নিয়েছেন তিন কোটি ৬৬ লাখ ছয় হাজার ২১৩ টাকা, ভাইস চেয়ারম্যান নিয়েছেন এক কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৪৭৮ টাকা এবং সদস্যসচিব নিয়েছেন এক কোটি ১৪ লাখ ৯ হাজার ৯৪০ টাকা।

ইউজিসি বলছে, ট্রাস্টি বোর্ডের ট্রাস্ট ডিডে উল্লেখ রয়েছে, এই ট্রাস্ট জনহিতকর, অলাভজনক ও অবাণিজ্যিক ইসলামী আদর্শে পরিচালিত হবে। ট্রাস্ট প্রপার্টি জনস্বার্থে অর্থাৎ শিক্ষার বিষয়ে পরিচালিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়টির কিছু ট্রাস্টি এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন। বিশ্ববিদ্যালয়টি যখন চরম আর্থিক দৈনদশার মধ্য দিয়ে যাচ্ছিল তখনো এই তিনজন ট্রাস্টি তাঁদের সম্মানি নিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৪৪(৭) মোতাবেক সাধারণ তহবিলের অর্থ বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ব্যয় ছাড়া অন্য কোনো কাজে খরচ করা যাবে না। তাই আইনবিরুদ্ধ হওয়ায় এ পর্যন্ত গ্রহণ করা সব সম্মানি সাধারণ তহবিলে ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া যেতে পারে। ফেরত দেওয়া না হলে আইনগত প্রক্রিয়ায় অর্থ পুনরুদ্ধারে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা করা যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়, আইন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন এলাকার জন্য অন্যূন পাঁচ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিল হিসেবে কোনো তফসিলি ব্যাংকে জমা রাখা বাধ্যতামূলক। বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য ও ব্যাংক হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নামে আইন অনুযায়ী এফডিআর খোলা হলেও ওই এফডিআরের প্রাপ্ত সুদ ও আসল উত্তোলন করা হয়েছে। আইনের ৪৯ ধারা মোতাবেক এটি অপরাধ। এ জন্য কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

বিশ্ববিদ্যালয়টির নামে ১০ কোটি টাকা ঋণের প্রমাণ পেয়েছে ইউজিসি। ঋণের কারণ হিসেবে স্থায়ী ক্যাম্পাসের নামে জমি কেনা ও অস্থায়ী ভবন নির্মাণের উল্লেখ করা হয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়টির জমির দলিল পর্যালোচনা করে দেখা গেছে, মোট তিন কোটি টাকার জমি কেনা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়টির সর্বশেষ ২০১৬-১৭ অর্থবছরের অডিট হালনাগাদ রয়েছে।

এ ছাড়া স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য বিশাল অঙ্কের ঋণ নেওয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভবন নির্মাণ এবং সেখানেও অনিয়মের অভিযোগ রয়েছে।
ইউজিসি বলছে, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নামে কুষ্টিয়ায় ১৯৮০ সালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ফলে কাছাকাছি নামে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের প্রায়ই বিভ্রান্তিতে পড়তে হয়। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামকরণ আইনের ৩(৫) ধারার পরিপন্থী হওয়ায় সরকার নামটি পরিবর্তনের উদ্যোগ নিতে পারে।

ইউজিসি তাদের প্রতিবেদনে ১০ দফা সুপারিশ করেছে। বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আইনের ৮ ধারা অনুযায়ী সনদের জন্য আবেদন না করায় বর্তমানে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রমের আইনগত ভিত্তি নেই। তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় বিশ্ববিদ্যালয়টি চালু রাখা যেতে পারে। বিশ্ববিদ্যালয়টির নামে অপরিকল্পিত ঋণ গ্রহণ, সংরক্ষিত তহবিলের টাকা আইন লঙ্ঘন করে উত্তোলন, বেআইনি ও অনৈতিকভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদের ভাতা ও সম্মানি গ্রহণ, আইন অমান্য করে খেয়ালখুশিমতো বিশ্ববিদ্যালয় পরিচালনা তদন্তে প্রমাণিত হয়েছে। সার্বিক বিবেচনায় বিশ্ববিদ্যালয়টির চলমান অচলাবস্থা নিরসনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩৫(৭) ধারা অনুযায়ী চ্যান্সেলরের এখতিয়ার প্রয়োগ করে জরুরি ভিত্তিতে বোর্ড অব ট্রাস্টিজ পুর্নগঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়া কালের কণ্ঠকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেখানে নানা বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু সভাটি মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে হয়েছে, তাই বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে পরবর্তী করণীয় শিক্ষা মন্ত্রণালয়ই নির্ধারণ করবে।’
News Source
 
 
 
 
Today's Other News
• প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে ওষুধ নিয়ে প্রতারণা, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
• ডিজিডিপির ওষুধ সরবরাহে প্রতারণা, গ্রেপ্তার ২
• কোনো কৌশলেই থামছে না মানব পাচার
• কিডনি ব্যবসায়ীরা পার পাচ্ছেন দায়সারা তদন্তে
• চট্টগ্রামে ৭ সহযোগীসহ কিশোর গ্যাং নেতা বাদশা গ্রেপ্তার
• শতকোটি টাকার জমি উদ্ধারের পর নির্বাহী প্রকৌশলী বদলি
• ইনচার্জ জাহাঙ্গীরের চাঁদার টাকা রফাদফার ভিডিও ভাইরাল
• তুষারের কব্জায় স্কুল-কলেজের কয়েক কোটি টাকার জমি
• বান্দরবানে কুকি-চিনের নারী শাখার সমন্বয়কসহ দুইজন কারাগারে
• ১২ সেকেন্ডে ৩শ’ কোটি টাকা চুরি!
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved