Hawkerbd.com     SINCE
 
 
 
 
রাকাব ও বিকেবি একীভূতকরণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন [ অনলাইন ] 07/05/2024
রাকাব ও বিকেবি একীভূতকরণ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ও বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) একীভূতকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষুদ্ধ হয়ে উঠেছে রংপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ গ্রাহকরা। রোববার রাকাব ও বিকেবি একীভূতকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে রংপুর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সভা হয়েছে। 

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মাজেদুর রহমান ঝন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় ও জেলা সভাপতি লতিফুর রহমান মিলন, রাজনীতিবিদ স.ম আমজাদ হোসেন সরকার, অধ্যাপক আব্দুস সোবহান, মঞ্জিল মুরাদ লাবলু, এস.এম আশিকুল ইসলামসহ অন্যরা। বিক্ষোভ সভায় বক্তারা বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল তথা রংপুর-রাজশাহীর সুবিধা বঞ্চিত কৃষকদের সেবা প্রদানের লক্ষ্যে রাকাব ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খাদ্য শস্য ভান্ডার খ্যাতি হিসেবে উত্তারঞ্চল পরিচিত হয়েছে। উত্তরের অবহেলিত রংপুর অঞ্চলে কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ধান, গম, ভুট্টাসহ বিভিন্ন শাক-সবজি ও গবাদি পশু পালনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। দুর হয়েছে মঙ্গা। রাকাব ব্যাংকের অবদানের কারণে আজ এ অঞ্চল খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। এছাড়াও  রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রয়েছে আধুনিক ও অনলাইন ব্যাংকিং সেবা। কৃষকরা সস্তায় ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে সব ধরনের আধুনিক সেবা গ্রহণ করছেন। এছাড়াও এ ব্যাংকের রয়েছে মুঠোফোনের অ্যাপভিত্তিক সেবা।

ফলে কৃষকরা ঘরে বসে ব্যাংকিং সেবা গ্রহণ করছেন। করোনাকালীন ২০২০ সালে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের আওতায় রাকাব ভূমিকা রেখে স্বীকৃতি স্বরূপ প্রশংসিত হয়েছে।

ব্যাংক সূত্রে জানা যায়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে বর্তমানে আমানতের পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা এবং ঋণের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বক্তারা আরও বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতীক লোকসানি ব্যাংকের সঙ্গে একীভূত করার ষড়যন্ত্র করে উন্নয়ন ব্যাহত করার চেষ্টা চালানো হচ্ছে। যা মেনে নেয়া যাবে না। মানববন্ধনে আসা গ্রাহক রেজাউল করিম জীবন, মতিয়ার রহমান, মোজাম্মেল হোসেন, আব্দুর সশিদ, সাইদ, সাগর, একরামুল, রফিকুল, স্বাধীন, জাকের, সিরাজ, ওয়াহেদ, রাজা, দীজেন্দ্র নাথ, বিরু, রতন, ইদ্রিস, জাহেদুলসহ অন্যান্যরা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে উত্তরাঞ্চলকে  আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান।
 
News Source
 
 
 
 
Today's Other News
• মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন: কাগজপত্র পুড়লেও ভল্টের ক্ষয়ক্ষতি হয়নি
• ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন
• প্রথম প্রান্তিকে লোকসানে ২ ব্যাংক
• অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান্নোয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
• অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক আলোচনা সভা
• এক্সিম ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
• পাঁচদিনে ডাচ-বাংলা ব্যাংকের দাম কমলো ১১০৭ কোটি টাকা
• সাপ্তাহিক দর পতনের শীর্ষে ডাচ্-বাংলা ব্যাংক
• মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভল্ট ঘিরে রেখেছে পুলিশ
• অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপনায় নেতৃত্বের মান্নোয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved