Hawkerbd.com     SINCE
 
 
 
 
হাজার কোটি ছাড়াল ডিএসইর লেনদেন [ অনলাইন ] 08/05/2024
হাজার কোটি ছাড়াল ডিএসইর লেনদেন
আস্থার সংকটে সূচক তলানিতে নামার পর আবারও ঘুরে দাঁড়ানোর ঈঙ্গিত দিচ্ছে দেশের পুঁজিবাজার। অধিকাংশ কোম্পানির শেয়ার যৌক্তিক মূল্যের নিচে নেমে যাওয়ায় কৌশলী ক্রেতারা বিনিয়োগে ফিরতে শুরু করেছেন। এর পরিপ্রেক্ষিতে ক্রয় চাপ বাড়ায় অধিকাংশ শেয়ারের দাম বাড়ছে, সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল কেনাবেচা হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রায় তিন মাসে সর্বোচ্চ। টানা চার কার্যদিবস ধরে হারানো মূল্যসূচকও পুনরুদ্ধার হতে দেখা গেছে।

পর্যালোচনায় দেখা গেছে, গতকালের লেনদেনে নেতৃত্বে ছিল ওষুধ খাত। ওরিয়ন গ্রুপের কল্যাণে পুরো খাতটিতে লেনদেন হয়েছে ২২৬ কোটি টাকারও বেশি, যা ডিএসইর মোট লেনদেনের ২০ দশমিক ৬৫ শতাংশ। এর মধ্যে ওরিয়ন গ্রুপের কোম্পানিগুলোতে কেনাবেচা হয়েছে প্রায় ১০৪ কোটি টাকা। এছাড়া বস্ত্র খাতে ১৩৫ কোটি টাকা, প্রকৌশল খাতে ১০৩ কোটি টাকা ও খাদ্য ও অনুষঙ্গ খাতে ৯১ কোটি টাকা কেনাবেচা ছিল অন্যতম। এ চার খাতের কেনাবেচার ওপর নির্ভর করে ডিএসইতে গতকাল লেনদেন হয়েছে ১ হাজার ৯৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩৪ শতাংশ বেশি। এর আগে সর্বশেষ হাজার কোটি টাকার লেনদেন হয়েছিল গত ১৫ ফেব্রুয়ারি, ১ হাজার ৭৪ কোটি টাকা।

কম দরে শেয়ার কেনার সুযোগ নিতে সাইড লাইনে থাকা বিনিয়োগকারীরা ফিরতে শুরু করায় এখন বেশিরভাগ শেয়ারের দাম বাড়তে শুরু করেছে। গতকাল ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৯৬টি সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ২৫২টির, কমেছে ৮৬টির ও অপরিবর্তিত ছিল ৫৮টির দর। এতে ডিএসইর প্রধান সূচক প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে ৫৭২৭ পয়েন্টে উন্নীত হয়েছে। এ নিয়ে টানা চার কার্যদিবসে সূচকটি ১৫৮ পয়েন্ট বেড়েছে। সূচক বাড়াতে অগ্রণী ভূমিকা রেখেছে কহিনুর, বেক্সিমকো ফার্মা, ন্যাশনাল ব্যাংক, রেনাটা, সাইফ পাওয়ার, পাওয়ার গ্রিড ও নাভানা ফার্মা।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved