Hawkerbd.com     SINCE
 
 
 
 
অনলাইন জুয়া, গেমিং হুন্ডির কারণে মুদ্রা পাচার বাড়ছে [ অনলাইন ] 10/05/2024
অনলাইন জুয়া, গেমিং হুন্ডির কারণে মুদ্রা পাচার বাড়ছে

অনলাইন জুয়া, বেটিং, গেমিং, হুন্ডির কারণে মুদ্রাপাচার বাড়ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী তথ্য জানান। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর অনুপস্থিতিতে তার পক্ষে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রশ্নোত্তরে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সময়ে দেশে আর্থিক অন্তর্ভুক্তির ব্যাপক প্রসারের কারণে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ডিজিটাল পেমেন্টের মাধ্যমে লেনদেনের মাত্রা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তির এই উন্নয়নের সুবিধা কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র অনলাইন জুয়া/বেটিং, গেমিং, ফরেক্স/ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং হুন্ডি ইত্যাদি অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েছে। এর ফলে একদিকে দেশ হতে মুদ্রা পাচার হচ্ছে প্রচুর  বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। ফলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অনলাইন জুয়া/বেটিং হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধসহ সব ধরনের অর্থপাচার বন্ধে বাংলাদেশ ফাইন্যানিসয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইউ) সংশ্লিষ্ট অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থা একযোগে কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেনঅনলাইন জুয়া/বেটিং হুন্ডির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পর্যন্ত ৪৮ হাজার ৫৮৬টি ব্যক্তিগত এমএফএস হিসাব স্থগিত করা হয়েছে। পাঁচ হাজার ৭৬৬ জন এজেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হুন্ডি লেনদেনের সঙ্গে জড়িত পাঁচ হাজার ২৯টি এজেন্টশিপ বাতিল হয়েছে। ১০ হাজার ৬৬৬টি এমএফএস এজেন্ট হিসাবের লেনদেন ব্লক করা হয়েছে। এক হাজার ৯৬টি ওয়েবসাইট, ১৮২টি অ্যাপ এক হাজার দুটি সোশ্যাল মিডিয়া পেজ চিহ্নিত করে বিটিআরসি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ করা হয়েছে।

মন্ত্রী জানান, জুয়া/অনলাইন জুয়া/ক্যাসিনো ইত্যাদির সংজ্ঞা এবং অপরাধের কঠোর শাস্তির বিধান সংযোজন করেদ্য পাবলিক গ্যাম্বলিং এ্যাক্ট-১৮৬৭সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংরক্ষিত আসনের শাম্মী আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদসহ গত মার্চ পর্যন্ত কৃষকের কোনো কৃষি ঋণ মওকুফ করা হয়নি। সংক্রান্ত কোনো পরিকল্পনা আপাতত নেই। ব্যাংক আমানতকারীদের থেকে সংগৃহীত অর্থ কৃষকদের মাঝে কৃষি ঋণ হিসেবে বিতরণ করে থাকে। আমানতকারীদের থেকে সংগ্রহ করা অর্থ সুদসহ ফেরত দিতে হয়, বিধায় ব্যাংকের পক্ষে কৃষি ঋণ মওকুফ করা সম্ভব হয় না।

সিলেট- আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, সরকার বর্তমানে নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সকল প্রকার কার্যক্রম অব্যাহত রেখেছে। ইতোমধ্যে আমরা অস্বাভাবিক মূল্য বৃদ্ধিকে অনেকাংশে সংযত করতে পেরেছি। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যুদ্ধকেন্দ্রিক নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক বাজারে তেল, গ্যাস সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক মূল্য বেড়ে যাওয়ায়  বৈশ্বিক অর্থনীতিতে বিভিন্ন সংকট অনুভূত হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতের ফলে সংকট ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর সম্পূরক প্রশ্নে ন্যাশনাল ব্যাংক বেসিক ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তের পরে ন্যাশনাল ব্যাংকের মালিকানা পরিবর্তন কীভাবে হলো জানতে চান। একইসঙ্গে মালিকানা পরিবর্তনের পরে ব্যাংকটি একীভূত হবে কি না জানতে চান।

জবাবে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেন, প্রশ্নকর্তা একটি ব্যাংকের কথা বলেছেন, সেটার মালিকানা পরিবর্তন হয়েছে বলতে আমি দেখলাম ওনাদের বোর্ড পরিবর্তন হয়েছে। নতুন বোর্ড এসেছে। নতুন বোর্ডে ব্যাংকের শুরু থেকে যারা ছিলেন তাদের অনেকেও আছেন। মালিকানা পরিবর্তনের বিষয়টি আমার কাছে খুব স্পষ্ট নয়। আরও বিস্তারিত জেনে জানাব।

স্বতন্ত্র সংসদ সদস্য সোহরাব উদ্দিনের সম্পূরক প্রশ্নে আগামী অর্থবছরে অপ্রদর্শিত আয়কে  বৈধ করার সুযোগ দেওয়া হবে কি না জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে এটা আছে কি না আমি মুহূর্তে বলতে পারছি না। বলা সম্ভব নয়। বাজেট প্রস্তাবনা এখন ফাইনাল হচ্ছে। আগের বাজেটে অপ্রদর্শিত আয়  বৈধ করার সুযোগ থাকলে, আগামী বাজেটেও সেই সম্ভাবনা আছে।

News Source
 
 
 
 
Today's Other News
• বায়েজিদে ঋণের প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
• ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ: হাতিয়ে নিল ২৫ লাখ টাকা
• ই-কমার্সের অনেক টাকা পাচার হয়ে গেছে: ভোক্তার ডিজি
• ‘টেকা দেন দুবাই যামু’
• বাংলাদেশি টাকা পাচার করতে গিয়ে সিপিএম নেতা গ্রেফতার
• যারা কর দেয় না টাকা পাচার করে তারা অনেক বেশি শক্তিশালী
• টাকার সঙ্গে ব্যাংকের ম্যানেজার উধাও
• পাচার হওয়া টাকা ফেরত আনতে কমিশন দেওয়ার প্রস্তাব
• ব্যাংক ও আর্থিক খাতে বেপরোয়া লুটপাট
• পুলিশ কর্মকর্তার চাঁদার টাকার ভাগাভাগির ভিডিও ভাইরাল
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved