Hawkerbd.com     SINCE
 
 
 
 
প্রতারণার মামলায় প্রধান শিক্ষক কারাগারে [ Online ] 10/05/2024
প্রতারণার মামলায় প্রধান শিক্ষক কারাগারে
হাজেরা খাতুনের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুক্তা বলেন, ‘যেহেতু তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সে কারণে আদালত আজ (বৃহস্পতিবার) জাকির হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে। আমরা আশা করি আদালতে ন্যায় বিচার পাব।’

পঞ্চগড়ে প্রতারণার মামলায় এক প্রধান শিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

পঞ্চগড়ের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (আমলি আদালত-১) অলরাম কাজী বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন।

অভিযুক্ত জাকির হোসেন (৪৮) আটোয়ারি উপজেলার ডাংগীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এর আগে গত জানুয়ারি মাসের ১৬ তারিখে আদালতে হাজেরা খাতুন বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। পরদিন আদালত মামলাটি তদন্তের জন্য আটোয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেয়।

পরে গত ১০ মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই দিনই আদালত ৯ মে জাকির হোসেনকে আদালতে হাজির হওয়ার আদেশ দেয়।

আদালতে বৃহস্পতিবার ওই প্রধান শিক্ষক হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মামলার এজাহার ও বাদীর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, ডাংগীরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন সময়ের পর গত ২০০১ সালে হাজেরা খাতুনের মেয়েকে ওই বিদ্যালয়ে চাকরি দেয়ার কথা বলেন প্রধান শিক্ষক জাকির হোসেন ও ম্যানেজিং কমিটি। সেই সঙ্গে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি ও প্রধান শিক্ষক রেজুলেশন করে হাজেরা খাতুনের মেয়েকে চাকরি দেয়ার অঙ্গীকার করেন। রেজুলেশন সম্পন্ন হলে হাজেরা খাতুন স্কুলের নামে ১৭ লাখ টাকা মূল্যের ১৭ শতক জমি দলিলের মাধ্যমে দান করেন।

মামলায় আরও উল্লেখ আছে, গত বছরের সেপ্টেম্বরে বিদ্যালয়টির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিধি মোতাবেক হাজেরা খাতুনের মেয়ে আয়া পদে আবেদন করেন। পরবর্তীতে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের পর হাজেরা খাতুনের মেয়েকে চাকরি দিতে ৮ লাখ টাকা দাবি করেন প্রধান শিক্ষক জাকির হোসেন। পরে প্রধান শিক্ষকের কাছে হাজেরা বেগম জমি ফেরত চান নতুবা আয়া পদে চাকুরি দিতে বলেন।

চাকরি না পাওয়ায় আদালতে প্রতারণার মামলা করেন হাজেরা খাতুন। সেই মামলায় আজ জাকির হোসেনকে কারাগারে পাঠায় আদালত।

হাজেরা খাতুনের আইনজীবী মোস্তাফিজুর রহমান মুক্তা বলেন, ‘যেহেতু জমি দান করেছিলেন বিদ্যালয়ের নামে, সেই সঙ্গে রেজুলেশন করেও চাকুরি মিলেনি হাজেরা খাতুনের, এ ছাড়াও যেহেতু তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সে কারণে আদালত আজ (বৃহস্পতিবার) জাকির হোসেনকে জেল হাজতে পাঠিয়েছে। আমরা আশা করি আদালতে ন্যায় বিচার পাব।’
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved