[ অনলাইন ] 29/03/2024
 
ভোটে কোটির ওপর খরচ করেছি অন্যায় তো করবই

নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ বলেছেন ‘নির্বাচনে আমার ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে। এটা আমি তুলব, যেভাবেই হোক। এটুক অন্যায় আমি করবই, আর করব না।’ গত ২৬ মার্চ লালপুর উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ দেশ রূপান্তরের হাতে এসেছে।

ভিডিওতে আবুল কালাম আজাদকে বলতে শোনা যায়, ‘আপনাদের টাকা লাগছে, আমি তো বাড়ির জমি বিক্রি করে দেইনি। আমার বেতন-ভাতার টাকাও দেইনি। আমার পাঁচ বছরের বেতন-ভাতার বাইরে ১ কোটি ২৬ লাখ টাকা ছাড়া আমার কোনো সম্পদ ছিল না। আগামীতেও থাকবে না। তবে এই ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে এইটা আমি তুলবই। এইটুক অন্যায় করব, আর করব না।’

তিনি বলেন, ‘ওই সময় (২০১৪) তো এক টাকাও খরচ হয় নাই আমার। ২৫ লাখ টাকা শুধু ব্যাংকে জমা দিয়েছিলাম। সেটা ব্যাংক থেকে তুলে ২৭ লাখ টাকা দিয়ে ট্যাক্স-ফ্রি গাড়ি কিনেছি। ইচ্ছা করলে আমি ১ কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারতাম। কিন্তু আমার যেহেতু টাকা নাই, আমি ২৭ লাখ টাকা দিয়ে কিনেছিলাম। এবার আমি কিনব, ওই টাকা দিয়ে কিনব। ওই টাকা আমি তুলে নেব। নিয়ে আর কিছু করব না। খালি এই ১ কোটি ২৬ লাখ টাকা তুলব।’

সংসদ সদস্যের এ বক্তব্যের সময় লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার মঞ্চে বসা ছিলেন।