[ অনলাইন ] 29/03/2024
 
চাকরির নামে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্য গ্রেপ্তার

চাকরিপ্রত্যাশীদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের হোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। তারা ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।

গ্রেপ্তাররা হলেন মো. ফরিদুল ইসলাম, মো. নাসির চৌধুরী, মো. নাসিম মাহমুদ ও জুয়েল রানা। গত বুধবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।