[ অনলাইন ] 29/03/2024
 
সিটি ব্যাংকের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ৩০ মে কোম্পানিটি বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান জানিয়েছে। আর এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ এপ্রিল।

এর আগে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়ার ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা। আর এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৬৫ পয়সা। এর আগে ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৫ পয়সা এবং ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা। এই হিসাববছরে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ২২৪ কোটি ৬১ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ২ হাজার ১২ কোটি ৩৬ লাখ টাকা। কোম্পানিটির মোট ১২২ কোটি ৪৬ লাখ ১৮ হাজার ৮৭৭ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৭ দশমিক ০৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৪৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৭ দশমিক ৯২ শতাংশ শেয়ার রয়েছে।

গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ১৭ শতাংশ বা ৯০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২২ টাকা ৫০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ২২ টাকা থেকে সর্বোচ্চ ২২ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে। ওইদিন ২৪ লাখ ৬১ হাজার ৮৩৩টি শেয়ার মোট এক হাজার ১১৫ বার হাতবদল হয়, যার বাজারদর ৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা। এক বছরের মধ্যে শেয়ারদর ১৯ টাকা ১০ পয়সা থেকে ২৩ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।

এদিকে সম্প্রতি প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি দি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের জন্য কয়েকটি ব্যাংকের একটি কনসোর্টিয়াম সদস্য এবং একটি টেলিকম কোম্পানি এবং সর্বাধিক বিনিয়োগের মাধ্যমে স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। একইসঙ্গে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ২৭ কোটি ৭৮ লাখ টাকা (পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১২ শতাংশ) বিনিয়োগের অনুমোদন দিয়েছে।