[ অনলাইন ] 27/04/2024
 
সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকে ১০ কোটি টাকার গরমিল, ৩ কর্মকর্তা কারাগারে
পাবনার সাঁথিয়া উপজেলার অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখায় প্রায় সাড়ে ১০ কোটি টাকার গরমিল পাওয়ার অভিযোগে শাখা ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিনভর অডিট কার্যক্রম শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তাররা হলেন শাখা ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, সিনিয়র অফিসার আবু জাফর ও কর্মকর্তা (ক্যাশ) সুব্রত চক্রবর্তী।

ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, অনিয়মের সুনির্দিষ্ট তথ্য পেয়ে অগ্রণী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখার পাঁচজন কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক কাশীনাথপুর শাখায় অডিটে যান। দিনভর তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে তারা ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকার আর্থিক অনিয়ম পান। পরে তারা শাখার ম্যানেজারসহ তিন কর্মকর্তাকে আটকে পুলিশের কাছে অভিযোগ দেন। গভীর রাতে তাদের থানায় নিয়ে যায় পুলিশ।

সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, অডিটে অনিয়ম ধরা পড়ার পর ওই কর্মকর্তাদের নামে ৫৪ ধারায় মামলা হয়েছে। শুক্রবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশন-দুদক পরবর্তী আইনগত পদক্ষেপ নেবে।