[ পাতা ১৩ ] 27/04/2024
 
বিদেশ যেতে ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক
কাজ করার জন্য বিদেশ যেতে ইচ্ছুকদের ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক। এমনকি বিদেশ থেকে যারা ফেরত আসছেন, তাদের দেশে কর্মসংস্থানের জন্যও ঋণ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১১ সালে প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত অর্থবছর পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ১৩৭ জন ঋণ নিয়ে বিদেশে গেছেন। ঋণ দেওয়া হয়েছে ২ হাজার ৬৩৭ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে অভিবাসন ঋণ খাতে মোট ১ লাখ ১৬ হাজার ৩৩৯ প্রবাসীকে ২ হাজার ১২৩ কোটি ২৭ লাখ টাকার ঋণ সহায়তা দেওয়া হয়েছে। এর বাইরে বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের কর্মসংস্থানের সহায়তার জন্য পুনর্বাসন ঋণ কর্মসূচির আওতায় মোট ৬ হাজার ২৩৯ জনকে প্রায় ২৪৫ কোটি টাকার ঋণ দেওয়া হয়।

বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, প্রবাসীকল্যাণ ব্যাংক ২০১১-১২ অর্থবছরে ৮৮৮ জনকে ৭ কোটি ২০ লাখ টাকা ঋণ দেয়। গত ২০২২-২৩ অর্থবছর মোট ৪১ হাজার ৬০০ জন ৯৫৩ কোটি ৯১ লাখ টাকা ঋণ পেয়েছেন। প্রায় প্রতি বছর ব্যাংকটির ঋণ বিতরণের পরিমাণ বেড়েছে। আগের বারের তুলনায় ঋণ সবচেয়ে বেশি বেড়েছে কোভিড-১৯ চলাকালে ২০২১-২২ অর্থবছরে। ঐ অর্থবছরে ৩৯ হাজার ২২৫ জন ঋণ নিয়েছেন ৯০০ কোটি ২২ লাখ টাকা। এর আগের ২০২০-২১ অর্থবছরে ১১ হাজার ৫৩২ জন ঋণ পেয়েছিলেন ২৬৭ কোটি ৯৬ লাখ টাকা।

‘দেশে ও বিদেশে, আপনার পাশে’ স্লোগান নিয়ে কার্যক্রম চালাচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক। অর্থাত্ বিদেশ যেতে তো ঋণ দেওয়া হচ্ছেই, বিদেশ থেকে ফিরে এসে কেউ দেশে কিছু শুরু করতে চাইলেও ঋণ পাচ্ছেন। ব্যাংকটি ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দেয়। কেউ চাইলে ১ লাখ বা ৫০ হাজার টাকাও ঋণ নিতে পারেন। পরিশোধিত মূলধন বাড়ানো  হলে ব্যাংকটির আরো বেশি ঋণ দেওয়ার সক্ষমতা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।