[ অনলাইন ] 27/04/2024
 
তীব্র গরমের মধ্যে কাল শুরু হচ্ছে নারী ফুটবল লিগ

দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল শনিবার শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। ফ্লাডলাইট থাকা সত্ত্বেও তীব্র গরমে রোদের মধ্যেই খেলতে হবে মারিয়া-সাবিনাদের। শুক্রবার (২৬ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফেতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এবারের নারী লিগে অংশ নিচ্ছে নয়টি দল। এতে একমাত্র প্রতিষ্ঠিত ক্লাব পুরান ঢাকার ফরাশগঞ্জ। অন্য দলগুলো হলো নাসরিন স্পোর্টস একাডেমী, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংঘ, উত্তরা ফুটবল ক্লাব, জামালপুর কাচারীপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ও সদ্যপুষ্করণী।

খেলা হবে কমলাপুর স্টেডিয়ামের টার্ফে। তীব্র গরমের মাঝে সকাল সাড়ে নয়টা ও বিকেল পৌনে চারটায় নারী ফুটবল লিগের ম্যাচ রেখেছে বাফুফে। খানিকটা ঝুঁকি নিয়েই খেলতে হবে সাবিনাদের।

কমলাপুর স্টেডিয়ামে ফ্লাডলাইট থাকা সত্ত্বেও রোদের মধ্যে লিগ কেন এই প্রশ্নের উত্তরে বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান বিদ্যুৎ বিল দেওয়ার সামর্থ্য নেই বাফুফের।