Hawkerbd.com     SINCE
 
 
 
 
ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা : সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয় [ অনলাইন ] 16/05/2024
ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রতারণা : সতর্ক করল জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে অফিস সহায়ক পদের একটি ভুয়া নিয়োগপত্রের বিষয়ে সতর্ক থাকতে বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (১৫ মে) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে অফিস সহায়ক পদে নিয়োগের একটি ভুয়া নিয়োগপত্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এতে ২৫/৪/২৪ তারিখের স্মারক নং ৩২.২০.০০.০০০০.১২০.৫০/৫২০ ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

এই ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জনপ্রশাসন বিভাগ নামে অভিহিত করা হয়েছে উল্লেখ করে বলা হয়, এই নিয়োগপত্রের মাধ্যমে পাঁচজন ব্যক্তিকে ২২/০৫/২০২৪ তারিখে যোগদান করতে বলা হয়েছে। এই পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদ এর নাম ব্যবহার করে মিথ্যা স্বাক্ষর করা হয়েছে। এতে তার পদবি সিনিয়র সচিব এবং শাখার নাম নিয়োগ ও পদায়ন শাখা উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই নামে কোন শাখার অস্তিত্ব নেই বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, এই ভুয়া নিয়োগপত্রের সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই ধরনের কোন নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগপত্র তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। তাই এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।
News Source
 
 
 
 
Today's Other News
• বাসায় ঢুকে লুটের চেষ্টা, গ্রেপ্তার ১৩
• অবশেষে চট্টগ্রাম ওয়াসার এমডিকে অপসারণ
• রাজশাহীতে দেড় হাজার লিটার চোলাই মদসহ তিন ভাই আটক
• রফিকুলের অবৈধ সম্পদে ফাঁসছেন ১২ আত্মীয়
• এস আলম আমলে নিয়োগ পাওয়া ৬০০ কর্মকর্তা চাকরিচ্যুত
• কৃষক ঠকিয়ে হাজার কোটি টাকার বাণিজ্য
• সাবেক এমপিসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
• শ্রমিক লীগ নেতাসহ আটক ১২
• পাচারের অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে
• সাকিবের কম্পানিকে ৩০ দিনের নোটিশ আইএফআইসি ব্যাংকের
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved