[ অনলাইন ] 16/05/2024 |
|
|
|
স্বাক্ষর জালিয়াতি করে জন্মনিবন্ধন বানিয়ে দিচ্ছিল দুই তরুণ |
|
|
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) এক ওয়ার্ড কাউন্সিলরের স্বাক্ষর জালিয়াতি করে নকল জন্ম নিবন্ধন বানিয়ে দেওয়ার অভিযোগে সাগর ও রেজাউল করিম নামে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ মে) সন্ধ্যায় হালিশহর থানার ওসি কায়সার হামিদ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে নগরের হালিশহর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় উদ্ধার করা হয় চসিকের প্যানেল মেয়র ও চসিক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের নামে বানানো সিল এবং প্যাড। তাছাড়া জন্ম নিবন্ধন সহকারী সুমন গুপ্তর নামে জন্ম নিবন্ধন লোগো সম্বলিত ৬টি সিল ও স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়।
হালিশহর থানার ওসি কায়সার হামিদ কালবেলাকে বলেন, কাউন্সিলর অফিসের স্টাফ আবার কখনো পাসপোর্ট অফিসের স্টাফ বলে তারা পরিচয় দিত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় কাউন্সিলর ও জন্ম নিবন্ধন সহকারীর নামে করা সিল-স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, এসব ব্যবহার করে নকল জন্ম-নিবন্ধন বানিয়ে প্রতারণা করে আসছিল গ্রেপ্তারকৃতরা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
|
|