[ অনলাইন ] 08/07/2025 |
|
|
|
ন্যাশনাল ব্যাংকের এমডি হলেন আদিল চৌধুরী |
 |
|
ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিংয়ে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এ ব্যাংকার গতকাল এ পদে যোগ দেন।
ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে আদিল চৌধুরী ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও এমডি হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্ব ব্যাংকটিকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত করতে সহায়ক হয়।
আদিল চৌধুরী ২০২০ সালে ব্যাংক এশিয়ায় ডিএমডি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়ায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে এশিয়া-প্যাসিফিক ও মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেছেন।
আদিল চৌধুরী ঢাকায় ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন।
আন্তর্জাতিক পরিসরে আদিল চৌধুরীর অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ৯ বিলিয়ন ডলারের অর্থায়ন ব্যবস্থাপনা, যেখানে তিনি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বৈশ্বিক এ অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ কার্যক্রম সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিয়েছে—যা ন্যাশনাল ব্যাংকের রূপান্তর প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আদিল চৌধুরী যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে (ভিএলএসআই ডিজাইন) স্নাতক ডিগ্রিধারী। তিনি কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়া আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন তিনি। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|