Hawkerbd.com     SINCE
 
 
 
 
সিটি ব্যাংক ও আইবিএ মিলে আনছে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’ [ অনলাইন ] 08/07/2025
সিটি ব্যাংক ও আইবিএ মিলে আনছে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’
সিটি ব্যাংক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) যৌথভাবে একটি বিশেষায়িত ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’ চালু করতে যাচ্ছে।

সম্প্রতি আইবিএ প্রাঙ্গণে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় জানিয়ে সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, কর্পোরেট নেতৃত্ব বিকাশে এটি ‘গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং আইবিএর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মোহাম্মদ শাকিল হুদা চুক্তিতে স্বাক্ষর করেন।

সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান ছাড়াও দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও শিক্ষকরা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “এই উদ্যোগ বাংলাদেশে প্রথম, যেখানে একটি শীর্ষস্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং দেশের অগ্রগণ্য অ্যাকাডেমিক প্রতিষ্ঠান যৌথভাবে একটি পূর্ণাঙ্গ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম বাস্তবায়নে একত্র হয়েছে।”

আইবিএর অভিজ্ঞ অনুষদ সদস্য এবং ব্যাংকিং খাতের বিশেষজ্ঞরা এই প্রোগ্রামটি পরিচালনা করবেন। অংশগ্রহণকারীরা পাবেন কৌশলগত চিন্তাভাবনা, পরিবর্তন ব্যবস্থাপনা, এবং সিদ্ধান্ত গ্রহণের বাস্তবমুখী প্রশিক্ষণ।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগ তাদের দীর্ঘমেয়াদি মানবসম্পদ উন্নয়ন কৌশলের একটি বড় মাইলফলক এবং ভবিষ্যতমুখী নেতৃত্ব গঠনে তাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন।
News Source
 
 
 
 
Today's Other News
• অর্থ পাচার প্রতিরোধ বিষয়ে সিটি ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত
• ন্যাশনাল ব্যাংকে নতুন এমডি আদিল চৌধুরী
• ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরাতে হবে
• ব্যাংক পরিচালকদের ৫০ শতাংশই হবে স্বতন্ত্র: গভর্নর
• মুন্সীগঞ্জ জেলা পুলিশকে গাড়ি উপহার দিলো যমুনা ব্যাংক ফাউন্ডেশন
• ঢাকা ব্যাংক মৌলভীবাজার শাখায় উৎসবমুখর আয়োজনে ৩০ বছর পূর্তি উদযাপন
• সিলেটে ঢাকা ব্যাংক পিএলসির ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত
• ন্যাশনাল ব্যাংকের এমডি হলেন আদিল চৌধুরী
• স্ট্যান্ডার্ড ব্যাংক-এর ১১তম এমটিও ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
• কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তহীনতায় স্থবির ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved