[ অনলাইন ] 11/07/2025 |
|
|
|
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন |
 |
|
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এ ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক ৩দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনষ্টিটিউটে শুরু হয়েছে। গতকাল ৮ জুলাই মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই মানবিক মূল্যবোধ ও ইসলামী শরীয়ার ভিত্তিতে গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই প্রশিক্ষণ কোর্স হিসাব খোলা, জমা ও উত্তোলন, চেক পরিচালনা, ক্যাশ লেনদেন, রেমিটেন্স, গ্রাহকসেবা, আইটি ব্যবস্থাপনা, এবং শরীয়াহ্ ভিত্তিক হিসাব পরিচালনার মত মৌলিক ব্যাংকিং সেবার বিষয়গুলোর ক্ষেত্রে অংশগ্রহণকারীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা আরও বাড়বে এবং গ্রাহক সেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস.এম. জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৪৭ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|