Hawkerbd.com     SINCE
 
 
 
 
ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সাসটেইনেবিলিটি সামিট [ অনলাইন ] 13/07/2025
ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সাসটেইনেবিলিটি সামিট
টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নে রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত হলো ‘সাসটেইনেবিলিটি সামিট ২০২৫’। দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিল ব্যবসায়িক খাত, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, জলবায়ুবিশেষজ্ঞ ও সামাজিক উদ্যোক্তাদের একত্র করে টেকসই ভবিষ্যৎ নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়।

ব্র্যান্ড ফোরাম ও সাসটেইনেবল ব্র্যান্ড ইনেশিয়েটিভের আয়োজনে আজ শনিবার দ্বিতীয়বারের মতো দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। সাসটেইনেবিলিটি সামিট ২০২৫–এর পরিবেশনায় ছিল আকিজ বশির গ্রুপ এবং সঞ্চালনায় ছিল এসএমসি এন্টারপ্রাইজ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এক দিনের এই সামিটে তিনটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। এ ছাড়া আরও ছিল তিনটি প্যানেল আলোচনা, দুটি অভ্যন্তরীণ আলোচনা এবং একটি বাস্তব ঘটনা বিশ্লেষণ (কেস স্টাডি)। এসব আলোচনায় উঠে আসে দেশের বিভিন্ন ব্র্যান্ড, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কীভাবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও নীতিকৌশল অনুসরণ করে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যে অবদান রাখতে পারে।

সামিটের উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ নির্বাহী কর্মকর্তা সাজিদ মাহবুব বলেন, ‘টেকসই ব্যবস্থা এখন আর কোনো বিকল্প নয়। এটি ভবিষ্যৎমুখী ব্যবসার ভিত্তি। আমরা একটি শক্তিশালী সংলাপ তৈরি করতে চাই, যা নেতৃস্থানীয় ব্যক্তিদের একত্র করে কার্যকর উদ্যোগে অনুপ্রাণিত করবে।’

সামিটে প্রধান বক্তা ছিলেন লিন্ডে বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক শেহজাদ মুনিম, ইউনেসকোর এডুকেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, গ্রিন স্কিলস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনসের চেয়ার মোহাম্মদ নুরুন্নবী, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির জ্যেষ্ঠ কৌশল পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজি অ্যাডভাইজর) রজার লেভারমোর।

এ সময় শেহজাদ মুনিম বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্য (এসডিজি) অর্জন এখন কেবল একটি বিকল্প নয়, এটি টিকে থাকার শর্ত। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) কোনো দাতব্য কাজ নয়; এটি ব্যবসা ও শাসনব্যবস্থার মূল চালিকাশক্তি।’

এবারের সামিটের ব্যতিক্রমী একটি সেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয় বিশেষ প্যানেল আলোচনা। এ আলোচনা সঞ্চালনা করেন সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভের প্রজেক্ট লিড জান্নাতুল ফেরদৌসী। এ সময় তরুণেরা টেকসই উন্নয়ন ও ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে তাঁদের ভাবনা, দৃষ্টিভঙ্গি ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

এ ছাড়া অন্যান্য আলোচনায় আরও অংশ নেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, সোশ্যাল মার্কেটিং এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির, বাংলাদেশ ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জের পরিচালক দেবাশীষ রায়, কোটস সাউথ এশিয়ার হেড অব এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি তাসনীম তায়েব, গ্রামীণ ডানোন ফুডসের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ, ইডটকো বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এনামুল হক প্রমুখ।
News Source
 
 
 
 
Today's Other News
• ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
• ২১ ব্যাংকের খেলাপি ঋণ কমেছে
• এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
• শীর্ষ ৮ গ্রুপের বিরুদ্ধে জনতা ব্যাংকের বিশেষ তদন্ত শুরু
• বিশেষায়িত তিন ব্যাংকে খেলাপি ঋণ সাড়ে ৬ হাজার কোটি টাকা
• Navigating the evolution of Islamic finance credit ratings
• Navigating the evolution of Islamic finance credit ratings
• ইচ্ছাকৃত খেলাপি ঋণে বিপর্যস্ত ইউনিয়ন ব্যাংক
• ২১ ব্যাংকের খেলাপি ঋণ কমেছে
• স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিও মিটিং অনুষ্ঠিত
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved