Hawkerbd.com     SINCE
 
 
 
 
শীর্ষ ৮ গ্রুপের বিরুদ্ধে জনতা ব্যাংকের বিশেষ তদন্ত শুরু [ অনলাইন ] 13/07/2025
শীর্ষ ৮ গ্রুপের বিরুদ্ধে জনতা ব্যাংকের বিশেষ তদন্ত শুরু
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের নির্দেশে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক শুরু করেছে শীর্ষ ৮ গ্রুপের বিরুদ্ধে ফাংশনাল অডিট, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— ক্ষমতার প্রভাব ব্যবহার করে হাজার কোটি টাকার ঋণ দুর্নীতি ও খেলাপি।

এই ৮টি গ্রুপের তালিকায় রয়েছে: বেক্সিমকো, এস আলম, ওরিয়ন, বসুন্ধরা, থার্মেক্স, বিসমিল্লাহ, ক্রিসেন্ট ও রানকা।

জনতা ব্যাংকের মোট ঋণের ৭৫ % খেলাপি—সর্বমোট ঋণের ৯৪,৭৩৪ কোটি টাকার মধ্যে ৭০,৮৪৫ কোটি খেলাপি হিসেবে চিহ্নিত। এই ঋণের বড় অংশ অনুমোদন হয়েছিল আবুল বারকাত চেয়ারম্যান থাকাকালীন, যার বিরুদ্ধে অ্যাননটেক্স ঋণ জালিয়াতির মামলা চলছে।

ফাংশনাল অডিট প্রয়োগে যাচাই হবে— কর্মপরিকল্পনা ও ঋণ অনুমোদন প্রক্রিয়া প্রকৃত ঋণের পরিমাণ গোপন করা পলিসি লঙ্ঘন ঋণ নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা অডিট ও নিয়মাবলী কেন্দ্রীয় ব্যাংক একজন অডিট ফার্ম নিয়োগে রয়েছে, যার কাজ— সংশ্লিষ্ট শাখা, ‌হেড অফিস এবং বোর্ড সদস্যদের দায় দায়িত্ব যাচাই তথ্য প্রক্রিয়ার সময় প্রয়োগিত অনিয়ম চিহ্নিত মাসিক অগ্রগতি প্রতিবেদন বঙ্গবন্ধু ব্যাংকে জমা জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান জানান, ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে তবে পূর্ণ অডিটে সময় লাগবে।

খেলাপি ঋণ: মার্চ ২০২৫–এ ৭০,৮৪৫ কোটি; জুন ২০২৪–এ মাত্র ৪৮,০০০ কোটি সংকটমূলক সময়: ২০০৯–২০২৪–এর বিভিন্ন চেয়ারম্যান সময়ে ক্ষমতাশালীদের ঋণ অনুমোদিত হয়েছে ২০২৪–এ জনতা ব্যাংক বেয়া করেছে ৩,০৬৬ কোটি টাকা, শেয়ার প্রতি লোকসান পৌঁছেছে ১৩২.৫১। এই ফাংশনাল অডিট জনতা ব্যাংকের দীর্ঘদিনের অনিয়ম ও উচ্চরক্তিমূলক খেলাপির ঋণ মোকাবিলায় একটি বড় সা—কারী পদক্ষেপ।সাংগঠনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

গ্রুপঋণ (কোটি)খেলাপি অংশ (কোটি)
বেক্সিমকো ২৩,৯১২ ২২,০০৩
এস আলম ১১,০০০ ১০,৫৯৬
ওরিয়ন ২,৭০০ ২,৭০০
ক্রিসেন্ট ৩,০৫১ ৩,০৫১
রানকা, বসুন্ধরা, থার্মেক্স, বিসমিল্লাহ মোট ~১,৮২৫ ~সমগ্র

News Source
 
 
 
 
Today's Other News
• ব্যাংকের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ, আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি বিদেশি গ্রুপের
• ২১ ব্যাংকের খেলাপি ঋণ কমেছে
• এমটিবি ফাউন্ডেশন ও ইউসেপ বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
• ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী সাসটেইনেবিলিটি সামিট
• বিশেষায়িত তিন ব্যাংকে খেলাপি ঋণ সাড়ে ৬ হাজার কোটি টাকা
• Navigating the evolution of Islamic finance credit ratings
• Navigating the evolution of Islamic finance credit ratings
• ইচ্ছাকৃত খেলাপি ঋণে বিপর্যস্ত ইউনিয়ন ব্যাংক
• ২১ ব্যাংকের খেলাপি ঋণ কমেছে
• স্ট্যান্ডার্ড ব্যাংকের বিজনেস রিভিও মিটিং অনুষ্ঠিত
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved