[ অনলাইন ] 19/07/2025 |
|
|
|
সমঝোতা হয়েছে মার্কেন্টাইল ব্যাংক ও পেনশন কর্তৃপক্ষের মধ্যে |
 |
|
নিজস্ব প্রতিবেদক : মার্কেন্টাইল ব্যাংক পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে গত ১৩ জুলাই একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের পক্ষে নির্বাহী চেয়ারম্যান মো. মহীউদ্দিন খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। সভাপতিত্ব করেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহীউদ্দিন খান। অনুষ্ঠানে ১৭টি তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তার অনলাইন ব্যাংকিং সুবিধা, মোবাইল ব্যাংকিং সেবা ‘মাইক্যাশ’, ডিজিটাল ব্যাংকিং অ্যাপ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও অন্যান্য ডেলিভারি চ্যানেলের মাধ্যমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চালু হওয়া বিভিন্ন স্কিমের ইনস্টলমেন্ট সংগ্রহের দায়িত্ব পেল। |
News Source
|
|
|
|
|
|
|
|
Today's Other News
|
Related Stories |
|
|
 |
|