Hawkerbd.com     SINCE
 
 
 
 
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে বিজিএমইএ সভাপতির সৌজন্য সাক্ষাৎ [ অনলাইন ] 01/07/2025
বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সাথে বিজিএমইএ সভাপতির সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এর সভাপতি মাহমুদ হাসান খান।

সোমবার (৩০ জুন) বিডা কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিজিএমইএ এর ২০২৫-২০২৭ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে অভিনন্দন জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে উপস্থিত ছিলেন সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান এবং পরিচালক সামিহা আজিম। বিডা ও বেজার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম) মোঃ মোখলেসুর রহমান (অতিরিক্ত সচিব) এবং বেজার নির্বাহী সদস্য সালেহ আহমেদ (অতিরিক্ত সচিব) বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক অস্থিরতা, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ, এবং গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্য বৃদ্ধি পোশাক শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।” এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে শিল্পের সম্প্রসারণ ও শিল্পকে এগিয়ে নিতে বিডার সহযোগিতা অত্যন্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
 
চট্রগ্রামে ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য জমি বরাদ্দের আবেদন

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি চট্টগ্রামের ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোকে টিকিয়ে রাখতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এই কারখানাগুলোকে একটি নির্দিষ্ট জোনে একত্রিত করে সমন্বিত গার্মেন্টস শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেন। তিনি চট্টগ্রামে বিজিএমইএ এর অনুকূলে প্রতীকী মূল্যে একখন্ড জমি বরাদ্দের জন্য বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান। 

নির্বাহী চেয়ারম্যান বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং জানান, অনতিবিলম্বে বিজিএমইএ ও বিডা প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যা এক সপ্তাহের মধ্যে একটি কর্ম-পরিকল্পনা পেশ করবে। 

নবায়নযোগ্য জ্বালানি ও রিসাইক্লিং শিল্পে বিনিয়োগ বিষয়ে বিজিএমইএ এর অনুরোধ

সভায় বিজিএমইএ প্রতিনিধিদল তাদের সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি বিষয়ক বিভিন্ন উদ্যোগগুলো তুলে ধরেন। তারা বলেন যে পোশাক শিল্পে পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করার জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার অপরিহার্য। পোশাক কারখানাগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে জ্বালানি রূপান্তর উৎসাহিত করার জন্য এ ব্যাপারে পথনকশা প্রনয়ন এবং কারখানাগুলোকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন বলে বিজিএমইএ নেতারা মত প্রকাশ করেন।

তারা আরও বলেন যে, পোশাক শিল্পে বর্জ্য পুনর্ব্যবহারের বিপুল সম্ভাবনা রয়েছে। এই খাতে বিনিয়োগকে উৎসাহিত করতে হলে যথাযথ নীতি প্রননয়ন, খাতটিকে করমুক্ত করা এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের তদারকির আওতায় আনা জরুরি। তারা এসব ব্যাপারে বিডার সহযোগিতা কামনা করেন।

ঋণ ক্লাসিফিকেশন ও বন্ড নিরীক্ষা প্রক্রিয়া সহজীকরণের অনুরোধ

বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণিকরণ নীতিমালা নিয়েও আলোচনা হয়। বিজিএমইএ নেতারা বর্তমান ৩ মাসের গ্রেস পিরিয়ডকে ৬ মাসে উন্নীত করার অনুরোধ জানান, কারণ অনেক সময় আর্থিক সংকটের কারণে উদ্যোক্তারা নির্দিষ্ট সময়ে কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ঋণ ক্লাসিফিকেশনের শিকার হন।

তারা বন্ড অডিট প্রক্রিয়াকে সময়ক্ষেপণকারী, হয়রানিমূলক এবং রপ্তানি বাণিজ্যের দৈনন্দিন কার্যক্রমে গুরুতর বাধার কারণ হিসেবে উল্লেখ করেন। এ প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে আউটসোর্সিংয়ের মাধ্যমে বন্ড নিরীক্ষার জন্য ২০টি প্রতিষ্ঠানকে মনোনীত করার বিষয়েও বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়।
 
বস্ত্র ও পোশাক মন্ত্রণালয় গঠনের প্রস্তাব

বিজিএমইএ নেতৃবৃন্দ পোশাক শিল্পকে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে না রেখে স্বতন্ত্রভাবে বস্ত্র ও পোশাক মন্ত্রণালয় প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণের জন্য বিডার নির্বাহী চেয়ারম্যানকে অনুরোধ জানান।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি বিজিএমইএ নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, পোশাক শিল্পের উন্নয়নে সরকারি-বেসরকারি খাতের অংশীদারিত্ব জোরদার করার পাশাপাশি বিডা সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
News Source
 
 
 
 
Today's Other News
• সরকারের ব্যাংক ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে
• কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তারা,সচল বন্দর
• ১ লাখ কোটি টাকার ঘাটতি
• রপ্তানির ১৪ হাজার কনটেইনারের স্তূপ, এনবিআরের কর্মসূচির প্রভাব
• দ্রব্যমূল্যে হাঁসফাঁস মানুষের
• বাংলাদেশে বিশ্বব্যাংকের নতুন ডিরেক্টর জ্যঁ পেম
• ঘাটতি পূরণে সরকার এক দিনেই ধার নিয়েছে ১১৭৯৪ কোটি টাকা
• চট্রগ্রামে ক্ষুদ্র ও মাঝারি কারখানার জন্য জমি বরাদ্দের দাবি
• কাল থেকে সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূলক করল এনবিআর
• রাজস্ব আদায় ছাড়িয়েছে ৩ লাখ ৬০ হাজার কোটি টাকা
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved