Hawkerbd.com     SINCE
 
 
 
 
একনেকে সাড়ে ৮ হাজার কোটির ১১ প্রকল্প অনুমোদন [ পাতা ২৪ ] 29/03/2024
একনেকে সাড়ে ৮ হাজার কোটির ১১ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ৮ হাজার ৪২৫ কোটি ৫১ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার   ৯৩৯ কোটি ৮৭ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ সহায়তা থেকে ৪৮৫ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করা হবে। গতকাল শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম ও পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার।
   
পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় নতুন ১০টি প্রকল্প উত্থাপন করা হয়েছে। তারমধ্যে ভৌত অবকাঠামো বিভাগের ৩টি। কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ৫টি। আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ১টি। শিল্প ও শক্তি বিভাগের ১টি। তাছাড়া মেয়াদ বৃদ্ধির জন্য ১টি ও একনেকে অবগতির জন্য ২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
 
ভৌত অবকাঠামো বিভাগের ৩টি প্রকল্পের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মিশরের কায়রোতে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স এবং আবাসিক ভবন নির্মাণ। রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ (প্রথম সংশোধিত)। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কাশিনাথপুর-দাশুরিয়া-নাটোর-রাজশাহী-নবাবগঞ্জ-কানসাট-সোনামসজিদ-বালিয়াদী বর্ডার (এন-৬) জাতীয় মহাসড়ক যথাযথ ও প্রস্ততায় উন্নীতকরণ (নবাবগঞ্জ অংশ)।  

কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন (প্রথম পর্যায়) ও ইমপ্রুভমেন্ট অব ফিস ল্যান্ডিং সেন্টার অব বাংলাদেশ ফিশারিজ ডেভেলপমেন্ট করপোরেশন ইন কক্সবাজার ডিস্ট্রিক্ট।

স্থানীয় সরকার বিভাগের বৃহত্তর রংপুর অঞ্চলের জেলাসমূহের পল্লী অবকাঠামো উন্নয়ন, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ (তৃতীয় পর্যায়) এবং প্রোমোটিং রেজিলেন্স ফর ভালনারেবল থ্রট এক্সেস ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভড স্কিলস অ্যান্ড ইনফরমেশন (তৃতীয় পর্যায়)।

আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৮টি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (প্রথম সংশোধিত)। শিল্প ও শক্তি বিভাগের মধ্যে রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঢাকার মিরপুরে বাংলাদেশ তাঁতে বোর্ড কমপ্লেক্স স্থাপন।
 
এদিকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের মধ্যে রয়েছে- পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের বাংলাদেশ বেতার শাহবাগ কমপ্লেক্স, আগারগাঁও স্থানান্তর, নির্মাণ ও আধুনিকায়ন (প্রথম পর্যায়) ৩য় সংশোধিত।
News Source
 
 
 
 
Today's Other News
• ব্যাংক থেকে ৪৫৫৫৭ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার
• এডিপি বাস্তবায়নের গতি-প্রকৃতি
• জমি পতিত ফেলে রাখলে বাড়তি কর আরোপের প্রস্তাব
• বাজেট হবে জনবান্ধব
• প্রশাসনিক সংস্কারে রাজস্ব বাড়বে ৭৫৩৭ কোটি টাকা
• রিজার্ভ ধরে রাখতে নজর বৈদেশিক ঋণে
• রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নতুন পরিকল্পনা নিচ্ছে সরকার
• কর অব্যাহতি তুলে নিতে পরামর্শ আইএমএফের
• গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ২৯ প্রতিষ্ঠান
• তাপদাহে দেশে লবণ উৎপাদনে রেকর্ড
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved