Hawkerbd.com     SINCE
 
 
 
 
পোশাকের ন্যূনতম ন্যায্যমূল্য চাইল বিজিএমইএ [ অনলাইন ] 23/04/2024
মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক
পোশাকের ন্যূনতম ন্যায্যমূল্য চাইল বিজিএমইএ
ঢাকা সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল (ইউএসটিআর) সোমবার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সঙ্গে বৈঠক করেছে। উচ্চ-পর্যায়ের এই বৈঠকের লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক বাণিজ্য এবং শ্রমিকদের অধিকার, কল্যাণ ও বাজার প্রবেশাধিকার সংক্রান্ত নীতিগুলোসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা।

বৈঠকে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি বাংলাদেশের পোশাক শিল্পে কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের অধিকার এবং চলমান শ্রম আইন সংস্কারের বিষয়ে শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিগুলো তুলে ধরেন। তিনি শ্রমিকদের অধিকার ও কল্যাণ ইস্যুতে আরও অগ্রগতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার ও এই শিল্পের প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন। এ ক্ষেত্রে চলমান প্রচেষ্টাগুলোও তিনি তুলে ধরেন।

বৈঠকে পোশাকের জন্য ন্যায্য ন্যূনতম মূল্য প্রদান এবং সামাজিক নিরীক্ষার জন্য একটি সমন্বিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) নিশ্চিত করতে মার্কিন সরকারের সহযোগিতা চেয়েছে বিজিএমইএ। যুক্তরাষ্ট্র সরকারের কাছে বাংলাদেশের পক্ষে জিএসপি পুনর্বহাল করার জন্য এবং তাদের জিএসপি কর্মসূচিতে বাংলাদেশের পোশাক পণ্য অন্তর্ভুক্ত করার জন্যও দাবি জানিয়েছে বিজিএমইএ।

ইউএসটিআর’র প্রতিনিধিদল শ্রম খাতে কিছু ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি মার্কিন সরকারের শ্রম কর্মপরিকল্পনা এবং বিএলএ-তে সংশোধনীসহ আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে সভাকে অবহিত করেন।

সভায় তৈরি পোশাক শিল্পকে আরও টেকসই করার জন্য পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব প্রদান করা হয়।

ইউএসটিআর-এর দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের সহকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে ইউএসটিআর প্রতিনিধিদলে আরও ছিলেন ইউএসটিআর’র দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের পরিচালক এমিলি অ্যাশবি এবং শ্রম বিষয়ক ইউএসটিআর পরিচালক জেনিফার ওটকেন। ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অর্থনৈতিক ইউনিটের প্রধান জোসেফ গিবলিন ও লেবার অ্যাটাশে লীনা খানও বৈঠকে উপস্থিত ছিলেন।

আলোচনায় বিজিএমইএ’র পক্ষে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি এস এম মান্নান কচি। আলোচনায় আরও অংশ নেন বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি (অর্থ) মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি আবদুল্লাহ হিল রাকিব। উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক আসিফ আশরাফ, শোভন ইসলাম, মোহাম্মদ সোহেল সাদাত, মো. আশিকুর রহমান (তুহিন), শামস মাহমুদ, নুসরাত বারী আশা এবং বিজিএমইএ’র আইএলও ও শ্রম সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি আ ন ম সাইফুদ্দিন।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved