Hawkerbd.com     SINCE
 
 
 
 
আন্তর্জাতিক ঠিকাদারদের বৈদেশিক মুদ্রায় এলসি খোলার সুযোগ [ অনলাইন ] 23/04/2024
আন্তর্জাতিক ঠিকাদারদের বৈদেশিক মুদ্রায় এলসি খোলার সুযোগ
আন্তর্জাতিক ঠিকাদারদের বৈদেশিক মুদ্রায় এলসি বা ঋণপত্র খোলার সুযোগ দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। জাতীয় রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে এই সার্কুলারের মাধ্যমে দেশের সব ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, নিবন্ধিত ব্যক্তি (সাব কন্ট্রাক্টর/উৎপাদনকারী/সরবরাহকারী) কর্তৃক আন্তর্জাতিক দরপত্রের কার্যাদেশপ্রাপ্ত মূল ঠিকাদারকে পণ্য সরবরাহের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় ঋণপত্র স্থাপনের সুযোগ প্রদান করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড গত ১৮ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত মূল ঠিকাদারের ন্যায় সাব-কন্ট্রাক্টর/এজেন্ট/অন্য কোনো সরবরাহকারী কর্তৃক মূল ঠিকাদারকে পণ্য বা সেবা সরবরাহ করার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় ঋণপত্র স্থাপনের সুযোগ প্রদান করা হয়েছে। বিষয়টি অধিকতর স্পষ্ট করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের গত বছরের ১৩ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনও সার্কুলারের সঙ্গে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন করের প্রযোজ্যতা সম্পর্কে এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিষয়টি বিদ্যমান আইন ও বিধির আলোকে পর্যালোচনা করা হয়।

পর্যালোচনান্তে দেখা যায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ২(৬২) অনুযায়ী, কোনো আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বৈদেশিক মুদ্রার বিনিময়ে নির্ধারিত পদ্ধতিতে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য বা সেবার সরবরাহ প্রচ্ছন্ন রফতানি হিসেবে বিবেচিত হবে এবং একই আইনের ধারা ২(৮২) অনুযায়ী, প্রচ্ছন্ন রফতানি, রফতানি হিসেবে বিবেচিত হবে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুদ্ধ বিধিমালা, ২০১৬-এর বিধি ১৮-এর ক অনুযায়ী আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে বৈদেশিক মুদ্রায় পণ্য সরবরাহ ও সেবা প্রদান-সংক্রান্ত পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

যাকোনো নিবন্ধিত ব্যক্তি (মূল ঠিকাদার) কর্তৃক আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে সরাসরি পণ্য বা সেবা সরবরাহের ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১৮ক-এর উপ-বিধি (১) এ উল্লেখ আছে, আন্তর্জাতিক দরপত্রের বিপরীতে কার্যাদেশপ্রাপ্ত বাংলাদেশে নিবন্ধিত কোনো ব্যক্তি কর্তৃক বৈদেশিক মুদ্রায় স্থাপিত ঋণপত্র বা চুক্তিপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে কোনো পণ্য সরবরাহ বা সেবা প্রদান করা হলে বেশ কিছু দলিল বিভাগীয় কর্মকর্তার কাছে দাখিল করতে হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• ‘ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব’ এর পানি ও খাবার স্যালাইন বিতরণ বিবিধ
• শ্রমজীবী মানুষের মাঝে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাবের পানি ও স্যালাইন বিতরণ
• সাউথইস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
• ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রিফ্রেশার্স ট্রেইনিং কোর্স
• ন্যাশনাল ব্যাংকের ভার্চুয়াল প্রশিক্ষণ কর্মশালা
• চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেবে অগ্রণী ব্যাংক, বয়স ৬০ হলেও আবেদন
• এবি ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
• এবি ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
• নাওয়ার প্রোপার্টিজের গ্রাহকদের হোম লোন সুবিধা দিবে সাউথইস্ট ব্যাংক
• মাস্টারকার্ড ও ব্যাংক এশিয়া নিয়ে এল ‘ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড’
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved