Hawkerbd.com     SINCE
 
 
 
 
ইপিজেড ও বেপজায় দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ আহ্বান [ অনলাইন ] 28/04/2024
ইপিজেড ও বেপজায় দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ আহ্বান
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এবং বেপজার অধীনে পরিচালিত চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি বিনিয়োগের জন্য দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বেপজা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আয়োজিত ‘বাংলাদেশের ইপিজেড এলাকা এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম জিয়াউর রহমান এ আহ্বান জানান। বাংলাদেশে অবস্থিত কোরিয়ান কমিউনিটি, কিডো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড এবং জায়ান্ট বিডি কোম্পানি লিমিটেড যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রূত পার্ক ইয়াং সিক এবং দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও শিল্প গ্রুপের প্রায় ৬০ জন প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন।

বেপজা নির্বাহী চেয়ারম্যান বলেন, গত এক দশকে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কৌশলগত ভৌগোলিক অবস্থান, কর্মক্ষম জনশক্তি, বৃহৎ ও সম্প্রসারণশীল অভ্যন্তরীণ বাজার, স্থিতিশীল সামাজিক-রাজনৈতিক পরিবেশ ইত্যাদি বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মূল কারণ। বাংলাদেশে বিনিয়োগের প্রধান আকর্ষণ হলো সহজলভ্য, উৎপাদনশীল, পর্যাপ্ত ও সহজে প্রশিক্ষণযোগ্য শ্রমশক্তি। বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম মজুরি এশিয়ার মধ্যে সবচেয়ে কম।

বেপজার সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, চালু ৮টি ইপিজেডের সঙ্গে চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে যেখানে ইতিমধ্যে ২৮টি শিল্প প্রতিষ্ঠান বিনিযোগের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে এবং কয়েকটি উৎপাদনও শুরু করেছে। এছাড়া ৩টি নতুন ইপিজেড প্রতিষ্ঠা প্রক্রিয়াধীন রয়েছে যা ২০২৫ সালের শেষ নাগাদ বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত হবে। তিনি দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের এগিয়ে আসার এবং বাংলাদেশে বিশেষত বেপজাধীন এই জোনগুলোতে বিনিয়োগের অপার সম্ভাবনা অন্বেষণের আহ্বান জানান ।

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রূত পার্ক ইয়াং সিক বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে গার্মেন্টস সেক্টরে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরেন। স্মার্ট বাংলাদেশ, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ এবং অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশের ক্রমোন্নতি তুলে ধরে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের অবহিত করেন।
News Source
 
 
 
 
Today's Other News
• রেকর্ড উৎপাদন, সর্বনিম্ন দর
• সিআইপি সম্মাননা পেলেন হাতিলের কর্ণধার সেলিম এইচ রহমান
• মূল্যস্ফীতির অভিঘাত মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে
• টানা নবম বার সিআইপি হলেন দিলীপ কুমার
• দেশে ব্যবসার গতি কমেছে ২ দশমিক ১ পয়েন্ট
• টেকসই উন্নয়নে রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই
• বিনিয়োগ বাড়বে না খরচ বাড়বে ব্যবসার
• চাপে পড়বে মানুষ ও ব্যবসা
• ডলারের দাম আরো বাড়ার আশঙ্কা
• আমদানিতে গতি ফিরতে শুরু করেছে চট্টগ্রাম বন্দরে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved