Hawkerbd.com     SINCE
 
 
 
 
বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন [ অনলাইন ] 30/04/2024
বাংলাদেশ থেকে আম নিতে চায় চীন
বাংলাদেশ থেকে এ বছরই আম নিতে চায় চীন। সেজন্য চীনের একটি এক্সপার্ট প্রতিনিধি দল আম পাকার সময় বাংলাদেশে আম বাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করতে চায়। জুনের প্রথম দিকে প্রতিনিধি দল বাংলাদেশে আসতে চায়। এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ভিত্তিতে চীনের কাস্টমস বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে চূড়ান্ত অনুমোদন প্রদান করবে।

গতকাল সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করে এসব বিষয় জানান। এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সেলর সঙ ইয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিতে চীনের বিনিয়োগ কামনা করে এ সময় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণে চীনের বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে দেশের কৃষকরা যাতে কম দামে আধুনিক কৃষিযন্ত্র পেতে পারেন, এক্ষেত্রে চীনের সহযোগিতা প্রয়োজন। কারণ চীন থেকে তুলনামূলক কম দামে আমরা যন্ত্র কিনতে পারি।’

এর আগে দুপুরে কৃষিমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন বৈঠক করেন। বৈঠকে কৃষি খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি গবেষণা জোরদার ও প্রযুক্তি বিনিময় প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
News Source
 
 
 
 
Today's Other News
• বাংলাদেশে পণ্য রপ্তানি-আমদানি দুটোই কমেছে ভারতের
• ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন, বিদেশি ঋণের রেকর্ড লক্ষ্যমাত্রা
• রূপপুর-মেট্রোরেলসহ ১০টি মেগা প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি টাকা
• নতুন এডিপিতে কমবে জিওবি অর্থায়ন, বাড়বে বিদেশী ঋণ
• বিদেশী ঋণের প্রকল্পের অগ্রগতি তিন মাস অন্তর জানাতে হবে
• একনেকে আড়াই লাখ কোটি টাকার এডিপি অনুমোদন
• এডিপি অনুমোদন ।। ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved