Hawkerbd.com     SINCE
 
 
 
 
আজও সোনার দাম কমেছে [ অনলাইন ] 30/04/2024
আজও সোনার দাম কমেছে

দেশের বাজারে সোনার দর টানা ছয় দফায় কমেছে। আজ সোমবার আবারও ভরিপ্রতি ১ হাজার ১৫৫ টাকা পর্যন্ত দাম কমেছে। এতে হলমার্ক করা ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকায়।

আজ বিকেল ৪টা থেকে সোনার এই নতুন দাম কার্যকরের কথা জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস।

জুয়েলার্স সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনার দাম ১ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেটের সোনা ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৯৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৯৩ টাকা কমেছে।

নতুন দর অনুযায়ী, হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯৯ টাকা। আর ১৮ ক্যারেট সোনার ভরি ৯১ হাজার ২০১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম দাঁড়িয়েছে ৭৫ হাজার ৮৩৯ টাকা।

দাম বৃদ্ধির আগে আজ দুপুর পর্যন্ত হলমার্ক করা এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা। অন্যান্য ধরনের মধ্যে হলমার্ক করা প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ১ লাখ ৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট ৯২ হাজার ১৪৬ টাকা ও সনাতন পদ্ধতির সোনা ৭৬ হাজার ৬৩২ টাকায় বিক্রি হয়েছিল।

সোনার দাম কমার কারণ হিসেবে স্থানীয় বাজারে খাঁটি সোনার দর হ্রাসের কথা জানিয়েছেন জুয়েলার্স সমিতির নেতারা। এ নিয়ে টানা ছয় দফায় সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ৭ হাজার ৯৬৭ টাকা কমেছে। চলতি মাসে এর আগে সোনার দাম প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকায় পৌঁছেছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

News Source
 
 
 
 
Today's Other News
• ব্যক্তি কিংবা ব্যাংক নয়, দেশের স্বার্থই সব চেয়ে বড়
• সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ১০ প্রকল্প
• বাংলাদেশে পণ্য রপ্তানি-আমদানি দুটোই কমেছে ভারতের
• ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন, বিদেশি ঋণের রেকর্ড লক্ষ্যমাত্রা
• সুদহার ১৪ শতাংশের আশপাশে থাকার প্রত্যাশা কেন্দ্রীয় ব্যাংকের
• রূপপুর-মেট্রোরেলসহ ১০টি মেগা প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি টাকা
• নতুন এডিপিতে কমবে জিওবি অর্থায়ন, বাড়বে বিদেশী ঋণ
• বিদেশী ঋণের প্রকল্পের অগ্রগতি তিন মাস অন্তর জানাতে হবে
• চট্টগ্রাম বন্দরে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আবুধাবি পোর্ট গ্রুপ
• ডলারের মূল্যবৃদ্ধি: ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস গভর্নরের
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved