Hawkerbd.com     SINCE
 
 
 
 
ব্যাংক ও গ্রাহকের অর্থ আত্মসাৎ: সিটি ব্যাংকের কর্মকর্তার কারাদণ্ড [ অনলাইন ] 30/04/2024
ব্যাংক ও গ্রাহকের অর্থ আত্মসাৎ: সিটি ব্যাংকের কর্মকর্তার কারাদণ্ড
সিটি ব্যাংক ও এর গ্রাহকদের হিসাব থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ব্যাংকটির কার্ড ডিভিশনের একজন সাবেক শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডের আদেশ এসেছে।

ব্যাংকের সাবেক সহকারী ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মুসাব্বির রহিমকে চারটি ধারায় ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই রায় দেন।

এই ব্যাংক কর্মকর্তাকে দুটি ধারায় ৭ বছর করে ১৪ বছর কারাদণ্ডের পাশাপাশি ৪০ হাজার টাকা অর্থদণ্ড, একটি ধারায় ১০ বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অন্য একটি ধারায় ২ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সাজাগুলো একসঙ্গে চলবে। তাই তাকে একটি ধারায় সর্বোচ্চ সর্বোচ্চ সাজা ভোগ করতে হবে। তার মানে, তাকে ১০ বছর কারাগারে থাকতে হবে।

সংশ্লিষ্ট আদালতের পেশকার বেলাল হোসেন বলেন, মুসাব্বির রহিম জামিনে ছিলেন। রায় ঘোষণার দিন তিনি আদালতে হাজির ছিলেন না।

তিনি অসুস্থ দাবি করে আইনজীবী সময় আবেদন করলে আদালত তা নাকচ করে জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মামলার অভিযোগ অনুযায়ী. ২০১৫ সালের ২৫ নভেম্বর থেকে ২০১৬ সালের ২৪ এপ্রিল পর্যন্ত নানা সময়ে জালিয়াতির মাধ্যমে সিটি ব্যাংক ও এর গ্রাহকদের হিসাব থেকে টাকা সরিয়ে নেন মুসাব্বির রহিম।

২০১৬ সালের ১৮ অগাস্ট ব্যাংকটির প্রধান কার্যালয়ের আইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এ কে এম আইয়ুব উল্যাহ বনানী থানায় মামলা করেন।

তদন্ত করে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন।

২০১৯ সালের ২৫ আগস্ট মুসাব্বির রহিমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

মামলায় ২১ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য শুনে বিচারক রায় ঘোষণা করলেন।
News Source
 
 
 
 
Today's Other News
• কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• অগ্রণী ব্যাংকের পরিচালক হলেন নাফিউল হাসান
• এক্সিম ব্যাংক-ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি
• বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• এক্সিম ব্যাংক ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর
• কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
• এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা
• বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved