Hawkerbd.com     SINCE
 
 
 
 
আর্থিক খাতের নিয়ন্ত্রক কারা, কাজ কী [ অনলাইন ] 04/05/2024
আর্থিক খাতের নিয়ন্ত্রক কারা, কাজ কী
বাংলাদেশের আর্থিক খাতের মধ্যে প্রধান হলো ব্যাংক খাত। এর বাইরে পুঁজিবাজার বা শেয়ারবাজার, বীমা এবং ক্ষুদ্রঋণ আর্থিক খাতের অন্তর্ভুক্ত। আর্থিক খাতের প্রতিটি উপাদানের আলাদা রেগুলেটরি বা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ রয়েছে। ব্যাংক এবং ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক হলো বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজারের নিয়ন্ত্রক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি। বীমা খাতে আছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বা আইডিআরএ। অপরদিকে ক্ষুদ্রঋণের নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরটি বা এমআরএ। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যের আলোকে নিয়ন্ত্রক সংস্থাগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নিচে উল্লেখ করা হলো–

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও আর্থিক খাতের সর্বোচ্চ পর্যায়ের একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (পি.ও নং ১২৭, ১৯৭২) এর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে মতিঝিল, ঢাকা এর প্রধান কার্যালয় ও মতিঝিল, সদরঘাটসহ দেশের বিভাগীয় শহরগুলোতে এর ১০টি শাখা অফিস রয়েছে। দেশের মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংকের অন্যতম দায়িত্ব। এছাড়া, দেশে কার্যরত সকল তপশিলি ব্যাংক ও সনদপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করা, নোট ইস্যু করা ইত্যাদিসহ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বাংলাদেশ ব্যাংক পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক কার্যত ব্যাংকগুলোর ব্যাংক। এটি সরকারের ব্যাংক হিসেবেও দায়িত্ব পালন করে থাকে। বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আরও জানতে ভিজিট করুন https://www.bb.org.bd

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন, ২০০৬-এর মাধ্যমে সরকার বেসরকারি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে একটি নিয়ন্ত্রিত কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) গঠন করে। ‘স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ক্ষুদ্রঋণ সেক্টর প্রতিষ্ঠার মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন’ এই ভিশন নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোকে লাইন্সেস প্রদান, তাদের কার্যক্রম পরিদর্শন ও নিয়মাচার পরিপালনে ব্যর্থ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ওপর জরিমানা আরোপ ইত্যাদি এমআরএ’র ওপর অর্পিত দায়িত্ব। অথরিটি থেকে প্রাপ্ত সনদ ছাড়া কোনো ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান বাংলাদেশে তার কার্যক্রম পরিচালনা করতে পারে না। বিস্তারিত জানতে ভিজিট করুন http://www.mra.gov.bd

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ
বীমা খাতের উন্নয়ন ও নিয়ন্ত্রণ এবং বীমা পলিসি হোল্ডারদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় দেখার জন্য বাংলাদেশ সরকারের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বীমা খাতের ধারাবাহিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। আপামর জনসাধারণকে ধাপে ধাপে বীমার আওতায় নিয়ে এসে জীবন, স্বাস্থ্য ও সম্পদের বিভিন্ন অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি (আইডিআরএ) গঠন করে। ২৬ জানুয়ারি ২০১১ তারিখে জারিকৃত ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি আইন, ২০১০ এর মাধ্যমে আইডিআরএ গঠিত হয়। আরও জানতে ভিজিট করুন http://www.idra.org.bd

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ১৯৯৩ সালের ০৮ জুন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর মাধ্যমে এর প্রতিষ্ঠা। দেশের পুঁজিবাজারের উন্নয়ন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং এ-সংক্রান্ত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.sec.gov.bd
News Source
 
 
 
 
Today's Other News
• যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
• অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক সভা
• জেনেক্স ইনফোসিসের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি
• কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক
• কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• অগ্রণী ব্যাংকে ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক আলোচনা সভা
• কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করলো সাউথইস্ট ব্যাংক
• অগ্রণী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
• ন্যাশনাল ব্যাংকের প্রথম প্রান্তিক প্রকাশ
• অগ্রণী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved