Hawkerbd.com     SINCE
 
 
 
 
সংকট মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ প্রয়োজন [ অনলাইন ] 06/05/2024
সংকট মোকাবিলায় পর্যাপ্ত রিজার্ভ প্রয়োজন
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে  সুযোগ-সুবিধা গ্রহণের উদ্যোগ বাড়াতে হবে। বৈশ্বিকভাবে সুযোগ-সুবিধা গ্রহণের সুযোগ রয়েছে, এটাকে এক্সপ্লোর করতে হবে। এ জন্য আমাদের অর্থনৈতিক কূটনীতি দক্ষতা বাড়াতে হবে। এমনকি বিশ্ব বাণিজ্য সংস্থার রুল বেজড সিস্টেমে আমাদের যে সুবিধা প্রদান করা হবে তার সেফ গার্ড নিশ্চিত করতে হবে। রোববার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘ফার্স্ট ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স ঢাকা ২০২৪’ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

ওয়াহিদউদ্দিন বলেন, বৈশ্বিক বড় সংকট মোকাবিলার জন্য আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, পর্যাপ্ত রিজার্ভ থাকতে হবে, যাতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। নতুন যেকোনো বাণিজ্যযুদ্ধ বৈশ্বিক কাঠামোকে পরিবর্তিত করে তুলবে। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য ভালো কিছু নয়। পশ্চিমা অনেক কোম্পানি রয়েছে তারা নতুন দেশে বিনিয়োগের চেষ্টা করবে। কিন্তু ভারতের মতো দেশের জন্য এটা কোনো সমস্যা তৈরি করবে না। কারণ তাদের ৫০০ থেকে ৬০০ বিলিয়ন ডলারের বড় রিজার্ভ রয়েছে।

তিনি বলেন, সরকারের যদি জনগণের চোখে বৈধতা থাকে, আত্মবিশ্বাসী হয়, সরকারের নীতির প্রতি জনসমর্থন থাকে তা হলে দেশের বৈদেশিক স্বার্থ রক্ষা অনেক সহজ হয়। দেশের ভেতরের রাজনৈতিক হিসাব-নিকাশের জন্য দেশের স্বার্থের বিষয়ে কোনো আপস করতে হয় না।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে উন্নয়নের পন্থাগুলো নিয়ে সবাই শঙ্কিত। দ্রুত বৈশ্বিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। সে বিষয়গুলোর সঙ্গে খাপ খাওয়াতে চেষ্টা করছে সব দেশ। উন্নয়নশীল দেশগুলোর জন্য সেটা অনেক চ্যালেঞ্জিং।

তিনি বলেন, এর মধ্যে বাংলাদেশ ভালো অবস্থায় রয়েছে। কিছু চ্যালেঞ্জ আছে, আমরা সে জন্য উত্তম পলিসি নিয়ে এগিয়ে যাচ্ছি। যখন এ বাংলাদেশ শুরু হয়েছে তখন ব্যাংকে টাকা ছিল না, খাবার ছিল না। সে দেশ দ্রুত সময়ে সোনার বাংলা হয়েছে। অল্প সময়ে বঙ্গবন্ধু সে উন্নয়ন পলিসির সূচনা করেছিলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক রাজনীতিসহ নানা সমস্যার মধ্যেও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে। বড় বড় মেগা প্রকল্প ব্যস্তবায়ন করে তাক লাগিয়ে দিচ্ছে। অর্থনীতি, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সূচকে আমরা এগিয়ে যাচ্ছি। এখন বাংলাদেশের উন্নয়ন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য রোল মডেল।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, বর্তমান সরকার বিনিয়োগ ও উদ্যোক্তাবান্ধব, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামো উন্নয়নে বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। দেশের সার্বিক সমৃদ্ধি নিশ্চিতকরণে সরকার তৃণমূল মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ভিশন সেন্টারসহ কমিউনিটি ক্লিনিকের উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদানের জন্য একটি যুগান্তকারী প্রচেষ্টা। বাংলাদেশের কমিউনিটি ক্লিনিকের সফল উদ্যোগ বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে। জাতিসংঘ এই উদ্যোগের প্রশংসা করেছে এবং একটি রেজুলেশনে এই উদ্যোগকে ‘শেখ হাসিনা উদ্যোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, সামাজিক নিরাপত্তায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়িত হচ্ছে। পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, ঢাকা মেট্রোরেল ইত্যাদি মেগা প্রকল্পের সফল বাস্তবায়নে জনজীবন হয়েছে সমৃদ্ধ। কোভিড মহামারি ও ভূ-রাজনৈতিক অস্থিরতা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ও অর্থনীতিকে ব্যাহত করা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কার্যকরী পদক্ষেপের কারণে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনমান সুরক্ষিত হয়েছে।
News Source
 
 
 
 
Today's Other News
• রাজস্ব আদায়ে অগ্রগতি নেই, ৭ ভবন নির্মাণের তোড়জোড়
• সোনা কি রিজার্ভ মুদ্রা হয়ে উঠছে
• ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে ইএসজি কমপ্লায়েন্সের চাহিদা বাড়ছে
• শ্রমিকদের পেছনে রেখে বাজেট হতে পারে না
• বাড়বে ভ্যাট, ভুগবে ভোক্তা
• অটোগ্যাস স্টেশন নির্মাণে ১০ বছর শুল্কমুক্ত সুবিধা চান ব্যবসায়ীরা
• মূল্যস্ফীতি: অর্থনীতির এ দুষ্টক্ষত নিরাময় জরুরি
• মেরিটাইম সিল্ক রোডে বাংলাদেশের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
• বাজেটে শ্রমিকের জন্য রেশনিং বরাদ্দের দাবি
• যুক্তরাষ্ট্রের কৌশল কাজ করছে না, আরো চীনমুখী হচ্ছে বাংলাদেশ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved