[ Page 16 ] 05/12/2022
 
নিত্যপণ্য সরবরাহ ঠিক রাখতে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল হবে
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের এলসি খুলতে যাতে সমস্যা না হয়, সে জন্য ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল গঠন করা হবে। আর ব্যবসায়ীরা তাঁদের সমস্যাগুলো যাতে সরকারকে জানাতে পারে, সে জন্য বড় ব্যবসায়ীদের নিয়ে একটি কো-অর্ডিনেশন কমিটি গঠন করবে বাণিজ্য মন্ত্রণালয়।

গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন তিনি। এর আগে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে ‘বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটি’র  সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী মার্চে রমজান। রমজানে ভোক্তাদের যাতে কষ্ট না হয়, সে জন্য প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেছি। সিটি গ্রুপ জানিয়েছে, এলসি খুলতে তাদের সমস্যা হচ্ছে। সভায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ছিলেন। তিনি বলেছেন, নিত্যপণ্যের এলসি খুলতে কোনো সমস্যা হলে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে। আগামী দু-তিন দিনের মধ্যে নিত্যপণ্যের এলসি খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করবে। ’

টিপু মুনশি বলেন, ‘বাজারে যাঁরা পণ্য বিক্রি করেন, তাঁদের সবাই ফেরেশতা না। চিনি নিয়ে কোথাও কোথাও সমস্যা হচ্ছে। আমরা প্রয়োজনে অসাধু ব্যবসায়ীদের জেলে পাঠাব। চিনির শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি লিখব। ’

সভায় উপস্থিত একাধিক ব্যবসায়ীরা জানান, বাজারে নিত্যপণ্যের সংকট সৃষ্টিকারী ও অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমিটির সদস্যরা। এ ছাড়া, রপ্তানি উন্নয়ন ব্যুরো নভেম্বরে পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের যে তথ্য দিয়েছে, প্রকৃত রপ্তানি আয়ের পরিমাণ তার চেয়ে অনেক কম বলেন তাঁরা।

সভায় আমদানি-রপ্তানিসহ দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রেজেন্টেশন দেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।