[ Page 13 ] 05/12/2022
 
প্রণোদনা দিতে হবে শান্তিরক্ষীদের পাঠানো রেমিট্যান্সে
জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কর্মরত শান্তিরক্ষীদের পাঠানো রেমিট্যান্সেও প্রণোদনা দেওয়ার নির্দেশ দিয়েছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের বিদেশে অবস্থানকালে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠালে ওই অর্থের বিপরীতে প্রণোদনা সহায়তা দিতে হবে।

এতে আরো বলা হয়, প্রণোদনার অর্থ পেতে সংশ্লিষ্ট সংস্থা তাদের সদস্যদের প্রত্যেকের প্রাপ্যতার তালিকাসহ তাঁদের ব্যাংক বরাবর আবেদন করতে হবে।

অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট (এবিডি) বরাবর আবেদন করবে। সরকার থেকে তহবিল পাওয়া সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ পাঠাবে। সংশ্লিষ্ট বাহিনীর প্রদত্ত তালিকা মোতাবেক সদস্যদের ব্যাংক হিসাবে প্রণোদনা জমা করবে ব্যাংক।

সার্কুলারে আরো বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত সদস্যদের বিদেশে অবস্থানকালে অর্জিত অর্থ বৈধ উপায়ে দেশে পাঠালে ওই অর্থের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত রেমিট্যান্সের ওপর ২ শতাংশ হারে এবং ২০২২ সালের ১ জানুয়ারি থেকে রেমিট্যান্সের ওপর আড়াই শতাংশ হারে প্রণোদনা প্রদান করা হবে।