[ অনলাইন ] 23/12/2022
 
ব্যাংকের কাউন্টার থেকে শিক্ষকের টাকা চুরি!
সোনালী ব্যাংক রাজশাহী কর্পোরেট শাখা থেকে গ্রাহকের পাঁচ লাখ টাকা চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, নগরীর বালিয়া পুকুর শিক্ষা নিকেতনের সহকারি শিক্ষক আব্দুল গফুর নগরীর আলুপট্টি এলাকার সোনালী ব্যাংকের রাজশাহী কর্পোরেট শাখায় পাঁচ লাখ টাকা জামা দিতে যান। তিনি ব্যাংকের কাউন্টারের সামনে ব্যাগ পাশে রেখে জমা বই পূরণ করছিলেন। এর মধ্যে তার পাশে থাকা টাকার ব্যাগটি হাওয়া হয়ে যায়। সংঘবদ্ধ চক্রের সদস্যরা এই টাকার ব্যাগটি নিয়ে মুহূর্তের মধ্যে সটকে পড়ে। এ ঘটনার পর তিনি সাথে সাথে বিষয়টি পুলিশ ও ব্যাংক কর্মকর্তাদের অবহিত করেন।

খবর পেয়ে দ্রুত পুলিশ গিয়ে সিসিটিভি ফুটেজ উদ্ধার করে। ফুটেজে দেখা যায় একজন ব্যক্তি টাকার ব্যাগ তুলে নিয়ে চলে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে গ্রাহক সেজে ওই ব্যক্তি ব্যাংকে ঘুরাঘুরি করছিলেন। তিনি মাস্ক পড়ে ছিলেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। আসামিকে ধরতে অভিযানও শুরু করেছে পুলিশ। এ ঘটনায় আবদুল গফুর বাদী হয়ে থানায় মামলা করেছেন।