[ অনলাইন ] 24/12/2022
 
সিঙ্গাপুরে অগ্রণী ব্যাংকের মিট দ্য রেমিটার অনুষ্ঠিত
আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন ও অগ্রণী ব্যাংকের ‘উজ্জীবিত অগ্রযাত্রা’র বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিঙ্গাপুরে প্রবাসীদের সম্মাননা দেয়া হয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরের হোটেল পার্ক রয়েলের বলরুমে মিট দ্য রেমিটার অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেডের আয়োজনে এ সম্মাননা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তাওহিদুল ইসলাম (এনডিসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখত। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর মো. আতাউর রহমান, পাসপোর্ট উইংসের কাউন্সিলর এবং হেড অব চেন্সরি ওয়াসিমুল বারী, লেবার উইংসের ফার্স্ট সেক্রেটারি আহমেদ হোসেন ভূইঞা, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম, অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সিইও অ্যান্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন্স ম্যানেজার নেছার আহমেদ মিশুক। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বারের নেতারা, সিঙ্গাপুরের সর্বস্তরের রেমিটাররাসহ ২০২১ সালে সর্বোচ্চসংখ্যক রেমিট্যান্স প্রেরণকারী পুরস্কারপ্রাপ্ত ১৫ জন রেমিটার।