Dhakapress.com.bd [ Online ] 25/04/2024
 
সাইমেক্সের এমডি ও তার স্ত্রী কারাগারে
ঢাকা ব্যাংক থেকে ২১ কোটি টাকার বেশি আত্মসাতের মামলায় সাইমেক্স লেদার প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তালহা শাহরিয়ার আইয়ুব (টিএস আইয়ুব) ও তার স্ত্রী প্রতিষ্ঠানের পরিচালক তানিয়া রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বুধবার (২৪ এপ্রিল, ২০২৪) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত আসামিদের জামিন শুনানির পর এই আদেশ দেন।

২০১৯ সালের ২১ মার্চ: টিএস আইয়ুব ও তানিয়া রহমান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে রিভিশন মামলা করে সিএমএম আদালতের জামিন আদেশ বাতিলের আবেদন করেন।

রিভিশন মামলার শুনানি শেষে আসামিদের জামিন বাতিল করা হয়।
পরবর্তীতে আসামিরা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান।
 
টিএস আইয়ুব ও তানিয়া রহমান ঢাকা ব্যাংকের ধানমন্ডি মডেল শাখায় একটি হিসাব খুলে ৩ বিদেশি বায়ারের নামে ১৯টি এলসি দাখিল করেন।

ভুয়া বিল অব এক্সর্পোট, বিল অব লেডিংসহ পণ্য শিপমেন্ট রেকর্ডপত্র তৈরি করে ৫৭ লাখ ৪৪ হাজার ২৫ ডলারের ২৬টি এক্সর্পোট বিল দাখিল করে ২৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ১২৬ টাকা ট্রান্সফার করেন।

১৪টি বিলের ২১ কোটি ২৪ লাখ ৯১ হাজার ৪১৭ টাকা ৫০ পয়সা আসামিরা পরস্পরের যোগসাজশে আত্মসাৎ করেন।

২০১৮ সালের ২৩ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় টিএস আইয়ুব ও তানিয়া রহমানসহ ৭ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেন দুদক।