[ পাতা ১৩ ] 27/04/2024
 
বিশ্বব্যাপী অতিরিক্ত ৪০ হাজার কোটি ডলার দিতে পারে
উন্নয়নশীল দেশগুলোকে আরো সহজ শর্তে ঋণ দেওয়ার যে দাবি এত দিন করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বহুপক্ষীয় সংস্থাগুলো আগামী ১০ বছরে অতিরিক্ত ৩০ হাজার কোটি থেকে ৪০ হাজার কোটি ডলার অর্থায়নের অঙ্গীকার করেছে। ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) বলেছে, বিশ্বের ১০টি বহুপক্ষীয় ব্যাংক পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। বিশেষ করে যেসব দেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে বা যারা বিশ্ব জুড়ে উচ্চ নীতি সুদহারের কারণে বিপদে পড়েছে, সেই সব দেশকে বেশি ঋণ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, যেসব বহুপক্ষীয় প্রতিষ্ঠানে এই বাড়তি অর্থায়নের অঙ্গীকার করেছে সেগুলো হলো বিশ্বব্যাংক গ্রুপ, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক। আইডিবি এক বিবৃতিতে বলেছে, উদ্ভাবনী আর্থিক সেবা দেওয়ার মধ্য দিয়ে তারা নিজেদের অর্থায়নের সক্ষমতা বৃদ্ধি করবে। সেই সঙ্গে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) প্রবাহিত করার পরিকল্পনাও আছে তাদের। এ ছাড়া বহুপক্ষীয় ব্যাংকগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব সামলাতে আরো উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করেছে। সম্মিলিতভাবে অভিন্ন এক পদ্ধতি তৈরি করে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করতে চায় তারা।