[ অনলাইন ] 27/04/2024
 
তাপপ্রবাহের মধ্যে দিনেই হবে সানজিদা-সাবিনাদের লিগ ম্যাচ

প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। সবার নাভিশ্বাস ওঠার জোগাড়। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে মেয়েদের ফুটবল লিগ। ভেন্যু কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ, যেখানে গরমের সময় খেলা আয়োজন নিয়ে আছে বিস্তর প্রশ্ন।

৯ দল নিয়ে শনিবার শুরু হবে মেয়েদের লিগ। একদিকে প্রচণ্ড গরমে দিনে খেলা দায়, কিন্তু রাতে খেললে আবার ফ্লাডলাইটের বিদ্যুৎ বিলের ভাবনা আসে। তাই বাধ্য হয়ে ম্যাচগুলো দিনের দুই সময়ে আয়োজনে সিদ্ধান্ত হয়েছে- সকাল সাড়ে ৯টায় ও বিকাল পৌনে চারটায়।

মেয়েদের লিগ নিয়ে শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে সংবাদ সম্মেলনে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানান, আর্থিক সংকটের কারণে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজন করতে পারছেন না তারা।

“ফ্লাডলাইটে খেলা চালাতে হলে আমাদের বিদ্যুৎ বিল দিতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকে। আমাদের টাকা নেই। খুব কষ্ট করে স্পন্সর এনে খেলা আয়োজন করি আমরা।”

একই সুর সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের কণ্ঠেও, “জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের চিঠি দিয়েছে, ফ্লাডলাইট ব্যবহার করলে মিটার রিডিং অনুযায়ী বিল প্রদান করতে হবে। আমরা সেই নির্দেশনার আলোকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শেষ রাউন্ডের খেলা চালিয়েছি। এতে প্রতিদিন প্রায় ১৩ হাজার টাকা লাগে।”

গত মৌসুমে হয়নি মেয়েদের লিগ। এবারের লিগে অংশ নিচ্ছে না বসুন্ধরা কিংসের মতো আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ দল। জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড়েরই ঠিকানা ছিল কিংস।

মেয়েদের লিগে কিংস খেলতে আগ্রহী না হওয়ায় সাবিনা, সানজিদারা পড়ে গিয়েছিলেন অকুল পাথারে। শেষ পর্যন্ত দল পেয়েছেন তারা। সব মিলিয়ে পরিস্থিতি এতটাই প্রতিকূল যে, লিগ মাঠে গড়ানোতেই এখন খুশি মেয়েরা।

বাংলাদেশ সেনাবহিনী ফুটবল ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ দল, ফরাশগঞ্জ স্পোর্টিং, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স এফসি, সিরাজ স্মৃতি সংসদ, জামালপুর কাচারিপাড়া একাদশ, নাসরিন স্পোর্টস একাডেমি ও সদ্য পুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব- এই ৯ দল নিয়ে হচ্ছে এবারের লিগ।