[ অনলাইন ] 29/04/2024 |
|
|
|
মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এমডিসহ ৩ আসামির বিরুদ্ধে পরোয়ানা
|
|
|
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হাবিবুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অপর আসামিরা হলেন- ব্যাংকটির সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী জাহিদ হাসান ও প্যাট্রিক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঋণগ্রহীতা কাজী ফরহাদ হোসেন।
রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আস সামছ জগলুল হোসেনের আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন।
মামলার ৫ আসামির মধ্যে অপর দুই আসামি হলেন- মার্কেন্টাইল ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বর্তমানে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল ইসলাম, সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক নবী-উস-সেলিম। বর্তমানে তারা জামিনে রয়েছেন। এদিন তারা আদালতে হাজিরা দেন।
জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম গত ১৮ জানুয়ারি আদালতে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ব্যাংকের ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। প্যাট্রিক ফ্যাশনস লিমিটেডের নামে এসব অর্থ আত্মসাৎ হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, ঋণ মঞ্জুরিপত্র ছাড়াই মার্কেন্টাইল ব্যাংক প্রধান শাখা থেকে ব্যাক টু ব্যাক এলসি এবং অন্যান্য ঋণ সুবিধা প্রদান ও গ্রহণ করে ৭ কোটি ৩৭ লাখ ৩৭ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করা হয়। সেই সঙ্গে এ ঋণের সুদ বাবদ ৩ কোটি ৭১ লাখ ৩ হাজার টাকা পরিশোধ না করে ব্যাংকের ক্ষতি করা হয়েছে। |
|