[ অনলাইন ] 02/07/2025 |
 |
|
|
পাঁচ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের কার্যক্রম
|
|
|
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত পাঁচ দিন সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকের ডেটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রূপালী ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সাময়িক কার্যক্রম বন্ধের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডেটা সেন্টার নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে স্থানান্তরের লক্ষ্যে আগামী ৪ থেকে ৮ জুলাই পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে রূপালী ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। |
|