[ অনলাইন ] 02/07/2025 |
 |
|
|
ডাচ্-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত
|
|
|
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এবং ডাচ্-বাংলা ব্যাংকের ‘স্পেশাল সিএসআর গ্রান্ট’-এর অর্থায়নে পরিচালিত কৃষি গবেষণা প্রকল্পসমূহের সমাপনী কর্মশালা ২৮শে জুন ২০২৫ তারিখে ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও জনাব আবুল কাশেম মো: শিরিন উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতরি বক্তব্যে জনাব শিরিন বলেন, "ডাচ্-বাংলা ব্যাংকের সহায়তায় ফসল, মৎস্য, পোল্ট্রি, সেচ এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ খাতে গবেষণা প্রকল্প সমূহ দশেরে বিভিন্ন অঞ্চলে সফলভাবে বাস্তবায়িত হয়েছে।"
আশাবাদ ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘প্রকল্পের নির্ধারিত সময়ের কর্মকাÐ সমাপ্ত হলেও, প্রকল্পগুলোর অংশীজন ও গবেষকগন এসব কর্মকাÐ চালিয়ে যাবেন।’ পরিশেষে তিনি বিশেষজ্ঞ কমিটির সদস্যগন, গবেষকগন, অংশীজন এবং ব্যাংকের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ডাচ্-বাংলা ব্যাংকের স্পেশাল সিএসআর কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মো: মঞ্জুরুল আলম প্রকল্পসমূহের সংক্ষিপ্ত ফলাফল ও সফলতা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ২০২৩-২০২৫ সময়কালে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষক পর্যায়ে ৭টি প্রযুক্তি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়িত হয়।
সমাপনী কর্মশালায় কৃষি সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠানের/সংস্থার শীর্ষ বিজ্ঞানী/শিক্ষক/কর্মকর্তা/উদ্যোক্তা মিলে বপিুল সংখ্যক অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। প্রফেসর ড. মো: মঞ্জুরুল আলম ও প্রফেসর ইমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে কারিগরি অধিবেশনে ৭ (সাত) টি গবেষণা প্রকল্পের ফলাফল উপস্থাপিত হয়। প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত বিশেষজ্ঞ বিজ্ঞানী/অধ্যাপক/অংশীজন তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। |
|