[ অনলাইন ] 04/07/2025 |
 |
|
|
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপশাখার উদ্বোধন
|
|
|
নোয়াখালীর মাইজদী বাজারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ৮৮তম উপশাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মো. রাফাত উল্লা খান বলেন, ‘আল-আরাফাহ ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি শরীয়াহ মোতাবেক সুদমুক্ত ব্যাংকিং সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এই এলাকার অর্থনৈতিক উন্নয়নে আল-আরাফাহ ইসলামী ব্যাংক সহযোগী হবে, ইনশাল্লাহ।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসেন। সিলেট জোনের জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং মাইজদী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ হোসেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন্স এন্ড মার্কেটিং জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। |
|