bankingnewsbd.com [ অনলাইন ] 05/07/2025
 
যমুনা ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম

যমুনা ব্যাংকের ডিএমডি হলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম – যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (১ জুলাই, ২০২৫) ব্যাংকের ডিএমডি পদে যোগ দেন তিনি।

যমুনা ব্যাংকে যোগদানের আগে তিনি সিটি ব্যাংক পিএলসিতে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও ক্লাস্টার হেড (পাবলিক সেক্টর, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ এবং সার্ভিস সেক্টর)— পদে ২০১৫ সাল থেকে হোলসেল ব্যাংকিং ডিভিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সিটি ব্যাংকে হেড অব স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডে হেড অব ইনভেস্টমেন্ট ব্যাংকিং হিসেবে কাজ করেছেন।

২০০৪ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও) হিসেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) কর্মজীবন শুরু করে ধাপে ধাপে এভিপি ও সিনিয়র ম্যানেজার ও স্ট্রাকচার্ড ফাইন্যান্স ইউনিট পর্যন্ত উন্নীত হন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি সম্পন্ন করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় স্টার মার্কসহ প্রথম বিভাগে উত্তীর্ণ হন।