sylhettoday24.news [ অনলাইন ] 08/07/2025
 
সিলেটে ঢাকা ব্যাংক পিএলসির ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে ‘ঢাকা ব্যাংক পিএলসি’র গৌরবের ৩০ বছরপূর্তি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সারা দিনব্যাপী সিলেট নগরীর মদিনামার্কেট শাখার আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গ্রাহক, শুভানুধ্যায়ী ও ব্যাংকের সেবা-প্রত্যাশীরা দিনের শুরুতেই দোয়া মাহফিলে যুক্ত হন। পরে ব্যাংকের শাখা প্রধান মুহাম্মদ আনোয়ার হোসেন রনি গ্রাহকদের সঙ্গে নিয়ে কেক কাটেন এবং তাদের মিষ্টিমুখ করান।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ৫ জুলাই ‘উন্নত গ্রাহকসেবা’র ব্রত নিয়ে ঢাকা ব্যাংক পিএলসি’র যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দেশের আর্থিক খাতে অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে। ৩০ বছরের এই দীর্ঘ পথচলায় গ্রাহকরাই ছিলেন ব্যাংকের প্রেরণা ও শক্তি। মদিনামার্কেট শাখার এই আয়োজন ছিল সেই কৃতজ্ঞতাবোধেরই এক প্রাণবন্ত বহিঃপ্রকাশ।